মানুষ কিংবা জীবিত-জড়

“a promise of blood,
all the drops.
a promise of life,
all the moments.

এ এক অঙ্গীকার
প্রতি ফোঁটা রক্তের।
এ এক প্রতিজ্ঞা
পুরো জীবনের, প্রতিটা মুহূর্তের।”

যার জীবনে নাই
এমন কোনো অঙ্গীকার,
নাই যার তেমন কোনো প্রতিজ্ঞা,
মানুষের মর্যাদা হতে অলরেডি সে
অবনমিত। তার
ভালো কিংবা মন্দ হওয়ার
প্রশ্নটা পরের।

যিনি এগিয়ে চলেছেন,
যার আছে নিজস্ব মত,
স্বকীয় ভাবনায় যিনি উজ্জীবিত,
যেটা ভালো মনে করেন
সেটা করতে চান যিনি আপসহীনভাবে,
তিনিই মানুষ।
হতে পারেন তিনি ভালো কিংবা মন্দ।

বৃহত্তর উদ্দেশ্যবিহীন, নিছকই
লোকাচারনির্ভর ‘সামাজিক মানুষ’কে
আমি মানুষ বলতে নারাজ।
জীবিত থেকেও তারা মৃত।
তারা বিগত-জীবন
মনুষ্যতুল্য এক ধরনের জীবিত-জড়।

ফেসবুক লিংক

এ ধরনের আরো লেখা

বেলা শেষে আমি একা

একদিকে ভরপুর সুখ অন্যদিকে শূন্যতা। এক একটা বাস্তবতা যেন একেক ধরনের অর্থহীনতা। ছয় দশকের এ...

হতে চাই বিপ্লবী হতে চাই প্রেমিক

হতে চাই বিপ্লবী, হতে চাই প্রেমিক। প্রেম আর বিপ্লব যেন হৃদয়ের দুই...

মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

প্লিজ, আপনার মন্তব্য লিখুন!
প্লিজ, এখানে আপনার নাম লিখুন

মোহাম্মদ মোজাম্মেল হক
মোহাম্মদ মোজাম্মেল হকhttps://mozammelhq.com
নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।

সম্প্রতি জনপ্রিয়

ডিভোর্সি নারীদের সমস্যা

কোনো মেয়ের যখন ডিভোর্স হয় তখন সবাই ভাবে, দোষ...

যদি হও আমার ভালোবাসার মানুষ

আমার ভালোবাসার মানুষ কখনো হতাশায় ভুগতে পারে না। যারা...

উচ্চশিক্ষিত আধুনিক নারীদের ক্ষমতার বিকার

ক্ষমতা হলো এমন ব্যাপার যা থেকে উপকার লাভ করতে...

সুফিবাদকে কেন ভয় পাই আর এড়িয়ে চলি

“সুফিবাদ হচ্ছে একটা কাদার মতো। যেখান থেকে অনেক ভালো...