শুনে যাও পথিক

(এক কবরবাসীর কথা)

এইখানে মিশে আছে যার দেহ

এক সময়ে সে ছিল কেহ একজন ঠিক তোমারই মতো

ভাবতো মৃত্যুর কথা

দেখতো স্বপ্ন কত কিছু নিয়ে ঠিক তোমারই মতো

একদিন ছিল তার সুন্দর জীবন সাজানো সংসার

তোমাদের এই মায়াঘেরা পৃথিবীতে চেয়েছিল থেকে যেতে

পারেনি

তুমিও একদিন নাই হয়ে যাবে

থাকবে শুধু প্রিয়জনের স্মৃতিতে

সমাধিফলকে

জন্ম আর মৃত্যু সনের সাথে

লেখা থাকবে তোমার নাম

একসময় তাও থাকবে না

মুছে যাবে সব নাই হয়ে যাবে এই বিশ্ব জগত

এরপর ধূলিকণা হতে

নতুন এক পৃথিবীতে মানুষেরা জেগে উঠবে আবার

মৃত্যুহীন এক নতুন জগতে

আমারই মতো একদিন টুঁটে যাবে তোমার

স্নেহ প্রীতি ভালোবাসা মায়ার বন্ধন

কত বিচিত্র রহস্যময় এই মানব জীবন

এই পথচলা তোমার থেমে যাবে কোনো এক ক্ষণে

ফিরে আসবে এখানে এই সাম্যের ঠিকানায়

প্রতিটি জীবিত মানুষের নাম লেখা আছে

মৃত্যুর অপেক্ষমান তালিকায়

ফেইসবুক লিংক

এ ধরনের আরো লেখা

বেলা শেষে আমি একা

একদিকে ভরপুর সুখ অন্যদিকে শূন্যতা। এক একটা বাস্তবতা যেন একেক ধরনের অর্থহীনতা। ছয় দশকের এ...

হতে চাই বিপ্লবী হতে চাই প্রেমিক

হতে চাই বিপ্লবী, হতে চাই প্রেমিক। প্রেম আর বিপ্লব যেন হৃদয়ের দুই...

মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

প্লিজ, আপনার মন্তব্য লিখুন!
প্লিজ, এখানে আপনার নাম লিখুন

মোহাম্মদ মোজাম্মেল হক
মোহাম্মদ মোজাম্মেল হকhttps://mozammelhq.com
নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।

সম্প্রতি জনপ্রিয়

ডিভোর্সি নারীদের সমস্যা

কোনো মেয়ের যখন ডিভোর্স হয় তখন সবাই ভাবে, দোষ...

যদি হও আমার ভালোবাসার মানুষ

আমার ভালোবাসার মানুষ কখনো হতাশায় ভুগতে পারে না। যারা...

উচ্চশিক্ষিত আধুনিক নারীদের ক্ষমতার বিকার

ক্ষমতা হলো এমন ব্যাপার যা থেকে উপকার লাভ করতে...

সুফিবাদকে কেন ভয় পাই আর এড়িয়ে চলি

“সুফিবাদ হচ্ছে একটা কাদার মতো। যেখান থেকে অনেক ভালো...