কে তুমি?

তুমি আমার ভোরের আলো,
হঠাৎ পাওয়া বিশাল কিছু,
জীবনের এই সন্ধ্যা বেলায়।

ভুল সময়ে দেখা হওয়া
সঠিক মানুষ তুমি।
অনেক বেশি আপন হওয়া
সন্ধ্যাতারা তুমি।

তুমি আমার কাছের মানুষ, আপন মানুষ,
মনের নিকট অতি।
না পাই যদি তোমায় আমি
কীইবা তাতে ক্ষতি?

পাওয়ার চেয়ে না পাওয়াটা
মধুর হয় বেশি,
পাওয়ার ইচ্ছে, ভালোলাগা
অটুট থাকে যদি।

ফেইসবুক লিংক

এ ধরনের আরো লেখা

বেলা শেষে আমি একা

একদিকে ভরপুর সুখ অন্যদিকে শূন্যতা। এক একটা বাস্তবতা যেন একেক ধরনের অর্থহীনতা। ছয় দশকের এ...

হতে চাই বিপ্লবী হতে চাই প্রেমিক

হতে চাই বিপ্লবী, হতে চাই প্রেমিক। প্রেম আর বিপ্লব যেন হৃদয়ের দুই...

মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

প্লিজ, আপনার মন্তব্য লিখুন!
প্লিজ, এখানে আপনার নাম লিখুন

মোহাম্মদ মোজাম্মেল হক
মোহাম্মদ মোজাম্মেল হকhttps://mozammelhq.com
নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।

সম্প্রতি জনপ্রিয়

উচ্চশিক্ষিত আধুনিক নারীদের ক্ষমতার বিকার

ক্ষমতা হলো এমন ব্যাপার যা থেকে উপকার লাভ করতে...

ডিভোর্সি নারীদের সমস্যা

কোনো মেয়ের যখন ডিভোর্স হয় তখন সবাই ভাবে, দোষ...

সুফিবাদকে কেন ভয় পাই আর এড়িয়ে চলি

“সুফিবাদ হচ্ছে একটা কাদার মতো। যেখান থেকে অনেক ভালো...

যদি হও আমার ভালোবাসার মানুষ

আমার ভালোবাসার মানুষ কখনো হতাশায় ভুগতে পারে না। যারা...