১৮ নভেম্বর, ২০২০

সুখ আর দুখ যেন জীবনের দুই প্রান্ত মুখ
কেউ নয় শুধু সুখী শুধু দুখী
সুখ আর দুখ মাখামাখি
এই তো জীবন

২৭ জানুয়ারি, ২০১৮

অকপট সত্যের পক্ষে
শেষ হোক জীবনের
এই অশ্রান্ত পথচলা।

১ মে, ২০১৭

এগিয়ে যাও
আগামীর পথে
সূর্যের মতো জ্বলে উঠো
অনুভবের বিস্ফোরণে
অবিরত ছড়াও আলো
জীবনের অপার সম্ভাবনার রূপায়নে
অদম্য ইচ্ছার অমিত উত্তাপে
সত্য হোক তোমার সব
সুপ্ত সৃজনশীল স্বপ্ন…

*****

নির্ঝরের বুকে আমি এক স্বপ্নের রাজকুমার। ভেসে চলি অনন্ত সাগরের প্রেমে …।

*****

একদিন মেঘ ফিরে যাবে নিঃসর্গে
চাঁদ চলে যাবে রাতের কৃষ্ণ পক্ষে
আঁধারের সীমানায়
উদ্বেলিত ছন্দে
একদিন ঝর্ণা মিশে যাবে
নদী হয়ে সমুদ্র মোহনায়…।

*****

৩০ এপ্রিল, ২০১৭

মরমের ব্যথা
এত যে কথা
যায় না বলা
তবুও মন
উছলি উঠে
পাগলপারা।

[প্রকৃত রচনাকাল: ২৮ জানুয়ারি, ১৯৮৩]

*****

৩১ জানুয়ারি, ২০১৭

লেখক হতে চাই না।
কথাগুলো শুধু
বলে যেতে চাই …।

*****

২৭ জানুয়ারি, ২০১৭

অকপট সত্যের পক্ষে
শেষ হোক জীবনের
এই অশ্রান্ত পথচলা।

*****

১৯ এপ্রিল, ২০১৬

যেভাবে এসেছিলাম
সেভাবেই যাবো চলে
নীরবে নিভৃতে গোপনে
নিশীথের চাঁদ যেভাবে হারায়
শহুরে রাতের নিঃসঙ্গ আকাশে….!!!

*****

 

৫ মার্চ, ২০১৫

জীবনের পরিণতি অনিবার্য
তবুও স্মৃতি
তবুও স্বপ্ন
বাঁচিয়ে রাখে আমাদের…