একদিন থেমে যাবে সব কোলাহল
থেমে যাবে জীবনের যত গান
হবে অবসান সব আবেগের
থাকবো না আমি
থাকবে না মান-অভিমান
ভাবাবেগহীন নিষ্পলক তাকিয়ে রবো
অথবা থাকবো মুদিত চোখে
যেন গভীর ঘুমে আচ্ছন্ন সংজ্ঞাহীন
একদিন আমিহীন এক পৃথিবী
জেগে উঠবে ভোরে
কর্মব্যস্ত হবে গৃহিণীরা হেঁশেলে
শ্রমজীবী পেশাজীবী মানুষেরা সব
ছড়িয়ে পড়বে মাঠে ঘাটে অফিসে
কোলাহলমুখর হয়ে বিদ্যার্থীরা যাবে বিদ্যানিকেতনে
ব্যবসায়ীরা ব্যস্ত হবে হিসেবনিকেশে
এখনকার মতো করে
নতুন সেই পৃথিবীতেও
তরুণীরা সিক্ত হবে ভালোবাসার আবেগে
যুবকেরা নিবেদন করবে প্রেম
লিখবে চিঠি পাঠাবে ক্ষুদেবার্তা রাত্রি জেগে
লিখবে কবিতা
জানাবে প্রেমের গভীরতর অনুভূতি
মানবিক সম্পর্ক সংকট
সব থাকবে
সব চলবে ঠিক এমনই
শুধু থাকবো না আমি
আমার না থাকায় এ জগতে
হবে না কোনো ক্ষতি
আনমনা হবে না কোনো পথিক
কাছের কোনো মানুষের জন্য
থাকবে না এই শরীরি অস্তিত্ব
থাকবো না এই রক্তমাংসের আমি
এভাবে
অন্যভাবে
থাকবো বেঁচে
আমার সুকৃতিতে কর্মে
থাকবো বেঁচে
আমার ভালোবাসার মানুষদের
স্মৃতিতে মর্মে
একদিন থাকবে না আমাদের
এই সুন্দর পৃথিবী
ধ্বংস হবে এই বিশ্ব জগৎ
ভাঙবে মিলন মেলা
সমাপ্ত হবে জীবনের এই বিশেষ সম্মিলন
মানুষের সভ্যতার এই পবিত্র ভূমি
একদিন নাই হয়ে যাবে
থাকবে না এই সৌরজগৎ
ভেঙে পড়বে সবকিছু
থাকবে না কোনো অস্তিত্ব কোথাও
জীবনের এই পরিণতি অনিবার্য
তাই
আমি যদি হারিয়ে যাই
তা নয় বড় কোনো ক্ষতি
বহু আগে লিখেছিলাম
জীবনের পরিণতি অনিবার্য
তবুও স্মৃতি তবুও বিস্তৃতি
বাঁচিয়ে রাখে আমাদের
ভালোবাসা বাঁচিয়ে রাখে মানুষকে
প্রেম ছাড়া আমাদের জীবন অসম্ভব
মূল্যহীন সবকিছু
যদি না থাকে মানুষের আবেগ
আবেগের রসায়ন
আমি ভালোবাসার কাঙাল
খুঁজে ফিরি আপনজন
আমি এক প্রেমিক
বিশ্বপ্রেমিক
আমার আবেগ দুর্নিবার
ভালোলাগে আমার সবকিছু
সবকিছু আমি
আবেগের দৃষ্টিতে দেখি
অকপটে এ কথা স্বীকার করি
যখন জেগে উঠে আমার প্রেম
তখন আমি চলে যাই
এক অনিরুদ্ধ আবেগের ঠিকানায়
এমনই আবেগঘন সময়ে মনে হয়
আমি ছিলাম বরাবরই
কখনো জন্মাইনি আমি
মুছে যাবো না কোনোদিন
থাকবে আমার অস্তিত্ব এখানে
আমি আছি চিরদিন
থাকবো চিরকাল
সুন্দর এই পৃথিবীতে
যখন ভেঙ্গে পড়বে সবকিছু
ধ্বংস হবে
এই বিশ্ব জগৎ
নদীর এপাড় ওপাড় ভাঙ্গা গড়ার মতো
মৃত্যুর ওপাড়ে জেগে উঠবে
জীবনের নতুন চর
সেখানে বসবাস হবে মানুষের
অবয়ব গড়ে উঠবে জীবনের
তোমাকে নিয়ে সেখানে আমি
বাঁধবো নতুন ঘর
ভালোবাসার
অন্তহীন ভালোবাসার
ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসা নিয়েই কাটাবো এই জীবনকাল
ভালোবাসা নিয়েই প্রতিদিন জেগে উঠি
প্রতিদিন নতুন করে পাই ভালোবাসা
রাশি রাশি ভালোবাসা
প্রতিদিন নতুন করে পাই
ভালোবাসা সিক্ত সুন্দর সকাল
প্রতিদিন ভোরে
প্রাণভরে উচ্চারণ করি
ভালোবাসি
ভালোবাসি
যৌন সুখের চেয়েও
অনেক বেশি কাম্য আমার
তোমার হৃদয়ের উষ্ণতা
তোমার হাতের অথবা
লেখার অক্ষরের
কিংবা স্বরের
একটুখানি ছোঁয়া
আকুল হয়ে চাই
তোমার ভালোবাসার একটুখানি পরশ
উন্মুখ হয়ে থাকি
যদি পাই তোমার ভালোবাসার
অনাবিল আনন্দ
সঙ্গসুখের আনন্দ
খুব বেশি করে চাই
পাশে থাকার তৃপ্তিটুকু পেতে
চাই অন্তরসিক্ত আবেগের স্পর্শ
তোমার
হৃদয় মাখানো ঐকান্তিক ভালোবাসা
ভালোবাসাই জীবন
জীবন মানেই ভালোবাসা
সবার জন্য ভালোবাসা
নিরন্তর ভালোবাসা নিঃশর্ত ভালোবাসা
প্রতিটি মানুষের জন্য
প্রতিটি প্রাণীর জন্য
অনুভূতিপ্রবণ প্রতিটি অস্তিত্বের জন্য
ভালোবাসা
হৃদয়ভর্তি ভরপুর ভালোবাসা
ভালোবাসাময় আমার এই জীবন
আমার ভালোবাসার আকাশে
তুমি উজ্জ্বল এক নক্ষত্র
প্রতিদিন ভোরে আমার পৃথিবীতে তুমি
ভালোবাসা ছড়িয়ে দাও
সূর্যের মতো
রাত্রিতে তুমি জেগে থাকো পরম মমতায়
ভালোবাসার চাদরে আমাকে ঢেকে রাখো
নিঃসঙ্গ চাঁদের মতো
রাতের আকাশে ছড়িয়ে থাকা
অগুণিত নক্ষত্রের মতো
তোমার ভালোবাসার সুরা পান করে
হয়েছি আমি মৃত্যুঞ্জয়ী
মৃত্যুর পরেও তাই
আমি থাকবো বেঁচে
তোমার ভালোবাসার
আবে হায়াতে সিক্ত হয়ে
শরীরী মৃত্যুর পরেও
আমি জেগে উঠবো আবার
তোমার ভালোবাসার ছোঁয়ায়
তুমি আমার জীবনদেবী
প্রাণের ভোমর
তুমি আমার ভালোবাসার নারী
তোমাকে ভালোবাসি
তোমাকে ভালোবাসি
মৃত্যু খাটিয়ার ‘পরে শুয়েও
তোমার ভালোবাসায় থাকবো
স্বপ্নাচ্ছন্ন হয়ে
শরীরের প্রতিটি কোষ প্রতিটি রক্তবিন্দু
সবকিছু আমার ভালোবাসাময়
হিংসা-বিদ্বেষ সন্দেহ-সংশয় সংকীর্ণতা
এসব থেকে মুক্ত রেখেছেন আমাকে বিধাতা
তুমি জানো
আমার এই অনিঃশেষ ভালোবাসার কেন্দ্রবিন্দুতে তুমি
তোমার প্রেম
তুমি আমার জীবনের ভরকেন্দ্র
আমার শুদ্ধতম আবেগের
তুমি নির্ভুল ঠিকানা
যখন আমি থাকবো না
আমার ভালোবাসা
তখনো তোমাকে জড়িয়ে থাকবে
তোমার কল্যাণ কামনা করে যাবো আমি
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
এরপর
আত্মার জগৎ হতে
মনে রেখো এ কথাটি
আমার ভালোবাসার নারী
এ হৃদয়ের সমস্ত অনুভূতিতে তোমাকে পাই
তুমি এক আশ্চর্য নারী
সৌন্দর্যের প্রচলিত সব মাপকাঠি
তোমার রূপ আর ভালোবাসা পরিমাপের কাজে
অচল
আমার দৃষ্টিতে তুমি
অপরূপা অনন্যা
যেন তুমি দুনিয়াতে প্রেমযোগ্য একমাত্র নারী
তুমি এক আশ্চর্য নারী
আমার প্রতিচ্ছবি
তুমি এক দুর্দান্ত নারী
তুমি আমার প্রেমের প্রতীক
ভালোবাসার মানুষ
কবিতার নারী
তোমার গায়ে হেলান দিয়ে
আমি মৃত্যুর স্বপ্ন দেখি
হবে কি তুমি আমার স্বপ্নের সাথী?