যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
এই মাটিতে মিশে আছে যার দেহ, সে ছিল কেহ একজন ঠিক তোমারি মতো চেয়েছিল থেকে যেতে, পারেনি। তুমিও একদিন…
কত হাসি, কত গান, কত কথা, না বলা ব্যথা, কত অভিমান; জীবনটা এত সুন্দর, এত অপার্থিব, এত আনন্দময়। যদি…
প্রশংসা শুনতে শুনতে আমি রীতিমতো ক্লান্ত, খানিকটা বিরক্তও বটে। মাঝে মাঝে তাই যখন শুনি অযাচিত নির্দয় সমালোচনা, তখন এসি’র…
ডুবে ছিলাম যখন অন্তহীন ভালবাসার স্বচ্ছ-শীতল জলে, তখন বুঝি নাই তার মর্ম। এখন অনুভব করি প্রতি পলে। জীবনের এ…
(এক কবরবাসীর কথা) এইখানে মিশে আছে যার দেহ এক সময়ে সে ছিল কেহ একজন ঠিক তোমারই মতো ভাবতো মৃত্যুর…
এই করোনাতে বড়রা মারা যাবে। যাচ্ছে একে একে। এতদিন ভাবতাম, আমি অনেক বড়। আমার বয়স অনেক বেশি। নিজেকে মুরুব্বী…