যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…
না, প্রতারিত হতে কারো এতটুকু ভালো লাগে না। তবুও যখন বুঝতে পারি, প্রতারিত হয়েছি; নিজের বোকামি দেখে তখন নিজেই…
নিত্য নতুন এই পুরনো পৃথিবীতে, সৃষ্টির সেরা জীব হিসেবে বেঁচে থাকার অপার আনন্দে আমরা ঋদ্ধ, ধন্য। স্মরণ করছি আজ…
সময় ফুরিয়ে এলো বেলা ডুবে গেছে প্রায় যেতে হবে যাওয়াটাই এখানে ব্যতিক্রমহীন, নিয়ম। যা কিছু গেছে হারিয়েছি যা কিছু…
যখন স্বপ্ন ছিল নিবিড়, স্বল্পতা ছিল সামর্থ্যের, কিন্তু ভালোবাসা ছিল নিখাদ। ছিলো আস্থা অবারিত, ছিলো নির্ভরতা অগাধ। কতো শুদ্ধ…