যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
তোমাকে দেখিনি আমি। শুধু নামটি জেনেছি। কথা হওয়ার অনেক পরে। এইটুকুরও দরকার ছিল না তেমন। কীভাবে যেন হয়ে…
এই বিশ্ববিদ্যালয়ে আছে কিছু একদা শিক্ষক। একসময় ছিলেন তাঁরা ভালো শিক্ষক, হয়তোবা। এখন মাস শেষে শুধু বেতন তোলেন। আসা…
একদিন সবই ফুরিয়ে যাবে থাকবে না অস্তিত্ব কোনো আমার সব বর্তমানই হবে শুধু স্মৃতি বিস্মৃতির অতলে হারিয়ে যাবে কত…
আমি একজন মৃত মানুষ। হয়েছে সারা অন্তিম স্নান। পড়েছি কাফনের পোশাক। হয়েছে সমাপন শেষ প্রার্থনা। এখন শুধু দাফনের অপেক্ষা।…
নিজেকে ভাবছো ব্যর্থ, পরাজিত, পরিত্যক্ত? ফুরিয়ে যাওয়া, পুরনো, অচল? না, তুমি তা নও। আমি জানি, তোমার এখনও আছে সময়,…
যখন স্বপ্ন ছিল নিবিড়, স্বল্পতা ছিল সামর্থ্যের, কিন্তু ভালোবাসা ছিল নিখাদ। ছিলো আস্থা অবারিত, ছিলো নির্ভরতা অগাধ। কতো শুদ্ধ…