যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
বাল্যবিবাহ রুখে দাও। খুলে দাও বাল্যপ্রেমের দুয়ার। যা কিছু করো, বয়স হোক ছোট বড়, অসুবিধা নেই তাতে। অসুবিধা শুধু…
না, প্রতারিত হতে কারো এতটুকু ভালো লাগে না। তবুও যখন বুঝতে পারি, প্রতারিত হয়েছি; নিজের বোকামি দেখে তখন নিজেই…
এইভাবে আমাদের প্রিয় সব সান্নিধ্য একে একে নাই হয়ে যায়। যা কিছু হারায় কখনো কখনো তা চিরতরেই চলে যায়।…
মুছে যাক সব পাপ অন্যায় অভিশাপ – গড়ে উঠুক নতুন সমাজ শুধু আজ এই – মোদের শ্লোগান মুখর দাবি…
“a promise of blood, all the drops. a promise of life, all the moments. এ এক অঙ্গীকার প্রতি ফোঁটা…
নিজেকে ভাবছো ব্যর্থ, পরাজিত, পরিত্যক্ত? ফুরিয়ে যাওয়া, পুরনো, অচল? না, তুমি তা নও। আমি জানি, তোমার এখনও আছে সময়,…