যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
স্মৃতি ব্যথাগুলো থিতিয়ে যায়, বাহ্যত মনে হয়, নাই। সব ব্যথা আছে, থাকে, থামেনি কোনো কষ্টবোধ কোনোদিন। কোন ব্যথা হারায়…
পাশাপাশি থাকি সত্যি করে বললে অতি কাছে বসবাস তবু বহুদুর চিন্তা-চেতনায় যোজন যোজন ফাঁক, অতি কাছে তবু বহুদুর। দৃষ্টি…
তোমাকে দেখিনি আমি। শুধু নামটি জেনেছি। কথা হওয়ার অনেক পরে। এইটুকুরও দরকার ছিল না তেমন। কীভাবে যেন হয়ে…
আমাদের সংগ্রাম চিরদিন চিরকালে প্রতিটি ক্ষণে প্রতিটি প্রান্তরে মজলুমের পক্ষে সব অসত্য অন্যায় আর মিথ্যার বেসাতির বিরুদ্ধে আমাদের…
ডুবে ছিলাম যখন অন্তহীন ভালবাসার স্বচ্ছ-শীতল জলে, তখন বুঝি নাই তার মর্ম। এখন অনুভব করি প্রতি পলে। জীবনের এ…
না, প্রতারিত হতে কারো এতটুকু ভালো লাগে না। তবুও যখন বুঝতে পারি, প্রতারিত হয়েছি; নিজের বোকামি দেখে তখন নিজেই…