যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
ভালোবাসা জাগিয়ে তোলে ভালোবাসা। ঘৃণা ছড়িয়ে দেয় ঘৃণা। মানবিক অনুভূতিগুলো ভীষণ স্পর্শকাতর, সংক্রমিত হয় মন থেকে মনে। তাই, হয়ো…
জীবনের সব ঋণ একদিন দিয়ে যাবো সব করে দিয়ে শোধ… সামহোয়্যারইন লিংক
বুদ্ধিজীবী হতে চাইনে, হতে চাই চালচুলোহীন বিপ্লবী। জ্বলে উঠতে চাই প্রতিবাদের প্রবল বহ্নি হয়ে। ধ্বংস করে দিতে চাই অসত্যের…
পাশাপাশি থাকি সত্যি করে বললে অতি কাছে বসবাস তবু বহুদুর চিন্তা-চেতনায় যোজন যোজন ফাঁক, অতি কাছে তবু বহুদুর। দৃষ্টি…
আমাদের অব্যক্ত কথাগুলো সবচেয়ে বেশি বাঙময় হয়ে ওঠে আমাদের অনুভবের গভীরে। মাঝে মাঝে নীরবতা হয়ে ওঠে মধুরতর। অনুক্ত কথাগুলো…
বিচ্যুত সময়ের গ্লানিময় এ জীবনের পঞ্জিকায় একটা সুন্দর সমুজ্জ্বল অনাবিল আগামীর প্রত্যাশায় চাই ফুলের মতো সুন্দর ঝর্ণার জলের মতো…