যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
এই মাটিতে মিশে আছে যার দেহ, সে ছিল কেহ একজন ঠিক তোমারি মতো চেয়েছিল থেকে যেতে, পারেনি। তুমিও একদিন…
এই বিশ্ববিদ্যালয়ে আছে কিছু একদা শিক্ষক। একসময় ছিলেন তাঁরা ভালো শিক্ষক, হয়তোবা। এখন মাস শেষে শুধু বেতন তোলেন। আসা…
একদিন সবই ফুরিয়ে যাবে থাকবে না অস্তিত্ব কোনো আমার সব বর্তমানই হবে শুধু স্মৃতি বিস্মৃতির অতলে হারিয়ে যাবে কত…
চেয়েছিলাম একটা জীবন, হাসি, আনন্দ আর ভালোবাসাময়। পেয়েছি দুঃখ-কষ্ট ভরা এক কঠিন সময়। নিয়েছি মেনে খোদার হুকুম। না মানার…
এইভাবে আমাদের প্রিয় সব সান্নিধ্য একে একে নাই হয়ে যায়। যা কিছু হারায় কখনো কখনো তা চিরতরেই চলে যায়।…
পাশাপাশি থাকি সত্যি করে বললে অতি কাছে বসবাস তবু বহুদুর চিন্তা-চেতনায় যোজন যোজন ফাঁক, অতি কাছে তবু বহুদুর। দৃষ্টি…