যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন খানিকটা অবসর পাই তখন একাকিত্ব এসে ভর করে। একাকিত্বকে ভীষণ ভয় পাই। একাকিত্বের চেয়ে বেশি কষ্টের কিছু নাই।…
চাই জ্ঞানভিত্তিক একটি সমাজ। যেখানে প্রশ্নদের আছে অবাধ আনাগোনা যুক্তি যেখানে অবারিত বরং মূলভিত্তি সবকিছুর, তেমন এক সমাজে বসবাস…
চাঁদ নও, জানি তুমি এক মানবী, তবুও পূর্ণিমার চাঁদের মতো অনিমেষ মুগ্ধতা নিয়ে জ্বলে তোমার রূপের শিখা। তোমাকে দেখার…
Love grows. it can’t be made. When it’s gone, nothing can back it again. চুক্তি করে ভালোবাসা হয় না,…
[পদ্য বা সংলাপের মত করে বাক্য সাজিয়েছি শুধু। এটি কবিতা নয়। বলতে পারেন, থার্ড এংগেলে বলা এ আমার জীবনেরই…