যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যেভাবে এগিয়ে যেতে হয় এখন সে অনুশীলনই করছি তন্ময় আমি আপন অবস্থা উন্নয়নের আশায় কেবলই উজ্জ্বল হতে চাই সহস্র…
বুদ্ধিজীবী হতে চাইনে, হতে চাই চালচুলোহীন বিপ্লবী। জ্বলে উঠতে চাই প্রতিবাদের প্রবল বহ্নি হয়ে। ধ্বংস করে দিতে চাই অসত্যের…
(এক কবরবাসীর কথা) এইখানে মিশে আছে যার দেহ এক সময়ে সে ছিল কেহ একজন ঠিক তোমারই মতো ভাবতো মৃত্যুর…
চেয়েছিলাম একটা জীবন, হাসি, আনন্দ আর ভালোবাসাময়। পেয়েছি দুঃখ-কষ্ট ভরা এক কঠিন সময়। নিয়েছি মেনে খোদার হুকুম। না মানার…
না, প্রতারিত হতে কারো এতটুকু ভালো লাগে না। তবুও যখন বুঝতে পারি, প্রতারিত হয়েছি; নিজের বোকামি দেখে তখন নিজেই…
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…