যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
চাই জ্ঞানভিত্তিক একটি সমাজ। যেখানে প্রশ্নদের আছে অবাধ আনাগোনা যুক্তি যেখানে অবারিত বরং মূলভিত্তি সবকিছুর, তেমন এক সমাজে বসবাস…
লিখতে চাই না। তবুও, মাঝে মাঝে অনুভবের ব্লাকহোল হতে hawking radiation-এর মত কিছু কথা কীভাবে যেন ছাপার অক্ষরে বের…
বাল্যবিবাহ রুখে দাও। খুলে দাও বাল্যপ্রেমের দুয়ার। যা কিছু করো, বয়স হোক ছোট বড়, অসুবিধা নেই তাতে। অসুবিধা শুধু…
[এটি কবিতা নয়। ভাষার সৌকর্যে গাঁথা একান্ত কিছু মনের কথা।] হৃদয়ে তোমার ঘৃণা থাকুক, কিছুটা। বিদ্বেষ রেখো না কারো…
[আমাকে নিয়ে আমীর উদ্দীন কাদেরী ভাইয়ের লেখা ছড়া কবিতা] আমাদের টিটু ভাই ক্যাম্পাসে থাকে মাঝে মাঝে বের হন ঘর…
এই মাটিতে মিশে আছে যার দেহ, সে ছিল কেহ একজন ঠিক তোমারি মতো চেয়েছিল থেকে যেতে, পারেনি। তুমিও একদিন…