যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
একদা বিপ্লবীদেরকে দিয়ে বিপ্লব হয় না। হবে না তেমন কোনো কাজের কাজ, অথবা টেকসই কোনো পরিবর্তন। বিপ্লবের জন্য, উন্নয়নের…
ডুবে ছিলাম যখন অন্তহীন ভালবাসার স্বচ্ছ-শীতল জলে, তখন বুঝি নাই তার মর্ম। এখন অনুভব করি প্রতি পলে। জীবনের এ…
যখন খানিকটা অবসর পাই তখন একাকিত্ব এসে ভর করে। একাকিত্বকে ভীষণ ভয় পাই। একাকিত্বের চেয়ে বেশি কষ্টের কিছু নাই।…
ইচ্ছে করে সব ছেড়ে হয়ে উঠি সন্ন্যাসী, অথবা কোথাও হারিয়ে যাই তোমাকে নিয়ে। ইচ্ছে করে বাসিন্দে হই সেই রাজ্যের…
ঝরে যাওয়া স্মৃতির আড়ালে কত না নতুন ফুল ফুটেছে এখানে এসবও যাবে ঝরে অবশেষে শূন্যবাগানে নতুনের চাষ দিবে বিশ্বমালী…
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…