যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
“a promise of blood, all the drops. a promise of life, all the moments. এ এক অঙ্গীকার প্রতি ফোঁটা…
তোমাকে দেখিনি আমি। শুধু নামটি জেনেছি। কথা হওয়ার অনেক পরে। এইটুকুরও দরকার ছিল না তেমন। কীভাবে যেন হয়ে…
একদিন সব আশ্রয় ভেঙ্গে পড়বে। দাঁড়াতে হবে একা। এই পৃথিবীর উপরে কেউ থাকবে না এমন যে কিনা ভালোবাসবে তোমায়…
আমাদের সংগ্রাম চিরদিন চিরকালে প্রতিটি ক্ষণে প্রতিটি প্রান্তরে মজলুমের পক্ষে সব অসত্য অন্যায় আর মিথ্যার বেসাতির বিরুদ্ধে আমাদের…
যখন খানিকটা অবসর পাই তখন একাকিত্ব এসে ভর করে। একাকিত্বকে ভীষণ ভয় পাই। একাকিত্বের চেয়ে বেশি কষ্টের কিছু নাই।…
সম্পর্ক যত নিকটতর, সম্পর্কের দায় তত ব্যাপকতর, তিক্ততা তৈরীর আশংকাও তত বেশি। যত দূরের তত ভালো। যতটা কাছের ততটা…