যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
একদিন থেমে যাবে সব কোলাহল থেমে যাবে জীবনের যত গান হবে অবসান সব আবেগের থাকবো না আমি থাকবে না…
একদা বিপ্লবীদেরকে দিয়ে বিপ্লব হয় না। হবে না তেমন কোনো কাজের কাজ, অথবা টেকসই কোনো পরিবর্তন। বিপ্লবের জন্য, উন্নয়নের…
জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ শুধুই আমার। নাই কোনো অভিযোগ নাই কোনো অপ্রাপ্তির বেদনা। আছে শুধু বেঁচে…
ডুবে ছিলাম যখন অন্তহীন ভালবাসার স্বচ্ছ-শীতল জলে, তখন বুঝি নাই তার মর্ম। এখন অনুভব করি প্রতি পলে। জীবনের এ…
চাই জ্ঞানভিত্তিক একটি সমাজ। যেখানে প্রশ্নদের আছে অবাধ আনাগোনা যুক্তি যেখানে অবারিত বরং মূলভিত্তি সবকিছুর, তেমন এক সমাজে বসবাস…
জীবনের সব ঋণ একদিন দিয়ে যাবো সব করে দিয়ে শোধ… সামহোয়্যারইন লিংক