যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
স্মৃতিগুলো ক্রমে ঝাপসা হয়ে যায় কথামালা থেমে আসে ভাষা ফুরায়, থেকে যায় শুধু কিছু অনুভব কিছু অব্যক্ত বেদনা কিছু…
প্রশংসা শুনতে শুনতে আমি রীতিমতো ক্লান্ত, খানিকটা বিরক্তও বটে। মাঝে মাঝে তাই যখন শুনি অযাচিত নির্দয় সমালোচনা, তখন এসি’র…
দুঃখকে মোকাবেলা করে সুখী হওয়া যায় না। দুঃখকে মেনে নিয়ে সুখী হতে হয়। সুখ আর দুঃখ হলো আলো আঁধারের…
যেভাবে এগিয়ে যেতে হয় এখন সে অনুশীলনই করছি তন্ময় আমি আপন অবস্থা উন্নয়নের আশায় কেবলই উজ্জ্বল হতে চাই সহস্র…
একদিন সবই ফুরিয়ে যাবে থাকবে না অস্তিত্ব কোনো আমার সব বর্তমানই হবে শুধু স্মৃতি বিস্মৃতির অতলে হারিয়ে যাবে কত…
প্রিয় কমলা, এই দীর্ঘ জীবনে সম্পর্ক করেছি অনেকের সাথে নানা মাত্রায়। ভালোবেসেছি। প্রেমে পড়েছি। জড়িয়েছি হৃদ্যতার সম্পর্কে। তুমি তেমনি…