যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
চেয়েছিলাম একটা জীবন, হাসি, আনন্দ আর ভালোবাসাময়। পেয়েছি দুঃখ-কষ্ট ভরা এক কঠিন সময়। নিয়েছি মেনে খোদার হুকুম। না মানার…
[এটি কবিতা নয়। ভাষার সৌকর্যে গাঁথা একান্ত কিছু মনের কথা।] হৃদয়ে তোমার ঘৃণা থাকুক, কিছুটা। বিদ্বেষ রেখো না কারো…
আমি একজন মৃত মানুষ। হয়েছে সারা অন্তিম স্নান। পড়েছি কাফনের পোশাক। হয়েছে সমাপন শেষ প্রার্থনা। এখন শুধু দাফনের অপেক্ষা।…
স্বপ্ন দেখি ভবিষ্যতের। এমনকি অতীতেরও। স্বপ্ন দিয়ে নতুন করে সাজিয়ে তুলি জীবনের ফেলে আসা ভুল অতীতকে। স্বপ্ন দিয়ে ঢেকে…
জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ শুধুই আমার। নাই কোনো অভিযোগ নাই কোনো অপ্রাপ্তির বেদনা। আছে শুধু বেঁচে…
ইচ্ছে করে সব ছেড়ে হয়ে উঠি সন্ন্যাসী, অথবা কোথাও হারিয়ে যাই তোমাকে নিয়ে। ইচ্ছে করে বাসিন্দে হই সেই রাজ্যের…