যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
সময় ফুরিয়ে এলো বেলা ডুবে গেছে প্রায় যেতে হবে যাওয়াটাই এখানে ব্যতিক্রমহীন, নিয়ম। যা কিছু গেছে হারিয়েছি যা কিছু…
কেউ নেই, কিছু নেই, শুধু আছো তুমি। তুমি থাকলেই মনে হয় সবকিছু আছে। তোমাকে দেখলেই মনে হয়, এরচেয়ে…
যেভাবে এগিয়ে যেতে হয় এখন সে অনুশীলনই করছি তন্ময় আমি আপন অবস্থা উন্নয়নের আশায় কেবলই উজ্জ্বল হতে চাই সহস্র…
আহা জুলাই, তারা কোথায়…! মনে হয় তারা আছে এই তো আশপাশে।মিছিলের সামনে, কলেজ ক্যাম্পাস ফ্যাকাল্টির করিডোরে।দেখা হলে সলজ্জ হাসি…
সম্পর্ক যত নিকটতর, সম্পর্কের দায় তত ব্যাপকতর, তিক্ততা তৈরীর আশংকাও তত বেশি। যত দূরের তত ভালো। যতটা কাছের ততটা…
জীবনের সব ঋণ, একদিন দিয়ে যাব সব করে দিয়ে শোধ। দিতে হবে না আর কোনো কৈফিয়ৎ। ফিরে যাব বিধাতার…