যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
বাল্যবিবাহ রুখে দাও। খুলে দাও বাল্যপ্রেমের দুয়ার। যা কিছু করো, বয়স হোক ছোট বড়, অসুবিধা নেই তাতে। অসুবিধা শুধু…
এই মাটিতে মিশে আছে যার দেহ, সে ছিল কেহ একজন ঠিক তোমারি মতো চেয়েছিল থেকে যেতে, পারেনি। তুমিও একদিন…
[পদ্য বা সংলাপের মত করে বাক্য সাজিয়েছি শুধু। এটি কবিতা নয়। বলতে পারেন, থার্ড এংগেলে বলা এ আমার জীবনেরই…
[আমাকে নিয়ে আমীর উদ্দীন কাদেরী ভাইয়ের লেখা ছড়া কবিতা] আমাদের টিটু ভাই ক্যাম্পাসে থাকে মাঝে মাঝে বের হন ঘর…
একদিন থেমে যাবে সব কোলাহল থেমে যাবে জীবনের যত গান হবে অবসান সব আবেগের থাকবো না আমি থাকবে না…