যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
একদিন সব আশ্রয় ভেঙ্গে পড়বে। দাঁড়াতে হবে একা। এই পৃথিবীর উপরে কেউ থাকবে না এমন যে কিনা ভালোবাসবে তোমায়…
তোমাকে পেতে চাই। তারচেয়েও বেশি করে চাই তোমার সুখ, সমৃদ্ধি। তোমাকে ভালবাসি। নাইবা থাকল এই ভালবাসার কোনো দাবী। ভালবাসি।…
নিত্য নতুন এই পুরনো পৃথিবীতে, সৃষ্টির সেরা জীব হিসেবে বেঁচে থাকার অপার আনন্দে আমরা ঋদ্ধ, ধন্য। স্মরণ করছি আজ…
মাঝে মাঝে মনে হয়, মন খুলে অঝোর ধারায় কাঁদতে পারার চেয়ে বেশি সুখ যেন আর কিছুতে নাই। যে কান্না…
নিজেকে ভাবছো ব্যর্থ, পরাজিত, পরিত্যক্ত? ফুরিয়ে যাওয়া, পুরনো, অচল? না, তুমি তা নও। আমি জানি, তোমার এখনও আছে সময়,…
আমাদের সংগ্রাম চিরদিন চিরকালে প্রতিটি ক্ষণে প্রতিটি প্রান্তরে মজলুমের পক্ষে সব অসত্য অন্যায় আর মিথ্যার বেসাতির বিরুদ্ধে আমাদের…