জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
ভেবেছিলাম লিখবো, ‘আমার কষ্টের জন্যে কাউকে দায়ী করি না আমি।’ ক্ষণপরে ভাবলাম— না, করবো না আর ছেলে মানুষীপনা, করবো…
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…
এইখানে আমাদের হয়েছিল ফুলশয্যা প্রথম বাসর আজ মাত্র দু’বছর পরে আমরা কতো না দূরে এ ঘর আজি কতো না…
যখন দূরে ছিলে তখন ভেবেছি কখন কাছে পাবো তোমাকে। যখন এসেছি কাছে, জেনেছি তুমি আছো এইতো আশেপাশে, তখন হয়নি…
পাশাপাশি থাকি সত্যি করে বললে অতি কাছে বসবাস তবু বহুদুর চিন্তা-চেতনায় যোজন যোজন ফাঁক, অতি কাছে তবু বহুদুর। দৃষ্টি…
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…