জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
I feel alone and ‘am a person rejected by all that I have loved. No person I feel who…
এইভাবে আমাদের প্রিয় সব সান্নিধ্য একে একে নাই হয়ে যায়। যা কিছু হারায় কখনো কখনো তা চিরতরেই চলে যায়।…
দুঃখকে মোকাবেলা করে সুখী হওয়া যায় না। দুঃখকে মেনে নিয়ে সুখী হতে হয়। সুখ আর দুঃখ হলো আলো আঁধারের…
যখন দূরে ছিলে তখন ভেবেছি কখন কাছে পাবো তোমাকে। যখন এসেছি কাছে, জেনেছি তুমি আছো এইতো আশেপাশে, তখন হয়নি…
জীবনের সুরা পান করে, প্রত্যেকে, যে যার মতো করে তৃপ্ত। সুখ দুখ সবকিছু শেষ পর্যন্ত সুখময়, সুন্দর। জীবনকে সবাই…
চাঁদ নও, জানি তুমি এক মানবী, তবুও পূর্ণিমার চাঁদের মতো অনিমেষ মুগ্ধতা নিয়ে জ্বলে তোমার রূপের শিখা। তোমাকে দেখার…