জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
চাই জ্ঞানভিত্তিক একটি সমাজ। যেখানে প্রশ্নদের আছে অবাধ আনাগোনা যুক্তি যেখানে অবারিত বরং মূলভিত্তি সবকিছুর, তেমন এক সমাজে বসবাস…
বেঁচে আছি তাই তো বড় কথা মরনের আগে যতটুকু সম্ভব এগিয়ে যাওয়া এক একটা দিগন্ত পেরিয়ে অনন্তের পানে প্রশান্ত…
না, প্রতারিত হতে কারো এতটুকু ভালো লাগে না। তবুও যখন বুঝতে পারি, প্রতারিত হয়েছি; নিজের বোকামি দেখে তখন নিজেই…
একদিন সবই ফুরিয়ে যাবে থাকবে না অস্তিত্ব কোনো আমার সব বর্তমানই হবে শুধু স্মৃতি বিস্মৃতির অতলে হারিয়ে যাবে কত…
জীবনের সব ঋণ একদিন দিয়ে যাবো সব করে দিয়ে শোধ… সামহোয়্যারইন লিংক