জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
এই মাটিতে মিশে আছে যার দেহ, সে ছিল কেহ একজন ঠিক তোমারি মতো চেয়েছিল থেকে যেতে, পারেনি। তুমিও একদিন…
যখন খানিকটা অবসর পাই তখন একাকিত্ব এসে ভর করে। একাকিত্বকে ভীষণ ভয় পাই। একাকিত্বের চেয়ে বেশি কষ্টের কিছু নাই।…
এইখানে আমাদের হয়েছিল ফুলশয্যা প্রথম বাসর আজ মাত্র দু’বছর পরে আমরা কতো না দূরে এ ঘর আজি কতো না…
ইচ্ছে করে সব ছেড়ে হয়ে উঠি সন্ন্যাসী, অথবা কোথাও হারিয়ে যাই তোমাকে নিয়ে। ইচ্ছে করে বাসিন্দে হই সেই রাজ্যের…
প্রিয় কমলা, এই দীর্ঘ জীবনে সম্পর্ক করেছি অনেকের সাথে নানা মাত্রায়। ভালোবেসেছি। প্রেমে পড়েছি। জড়িয়েছি হৃদ্যতার সম্পর্কে। তুমি তেমনি…
সময় ফুরিয়ে এলো বেলা ডুবে গেছে প্রায় যেতে হবে যাওয়াটাই এখানে ব্যতিক্রমহীন, নিয়ম। যা কিছু গেছে হারিয়েছি যা কিছু…