জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
জীবনের সব দুঃখ গ্লানি আর ব্যর্থতার দায়ভাগ
শুধুই আমার।
নাই কোনো অভিযোগ
নাই কোনো অপ্রাপ্তির বেদনা।
আছে শুধু বেঁচে থাকার আনন্দ
আত্ম-অঙ্গীকার
শুধু এগিয়ে যাওয়ার
ভেঙ্গেচুরে সব সীমাবদ্ধতা সীমানা।
যখন স্বপ্ন ছিল নিবিড়, স্বল্পতা ছিল সামর্থ্যের, কিন্তু ভালোবাসা ছিল নিখাদ। ছিলো আস্থা অবারিত, ছিলো নির্ভরতা অগাধ। কতো শুদ্ধ…
সময় ফুরিয়ে এলো বেলা ডুবে গেছে প্রায় যেতে হবে যাওয়াটাই এখানে ব্যতিক্রমহীন, নিয়ম। যা কিছু গেছে হারিয়েছি যা কিছু…
দুঃখকে মোকাবেলা করে সুখী হওয়া যায় না। দুঃখকে মেনে নিয়ে সুখী হতে হয়। সুখ আর দুঃখ হলো আলো আঁধারের…
বিচ্যুত সময়ের গ্লানিময় এ জীবনের পঞ্জিকায় একটা সুন্দর সমুজ্জ্বল অনাবিল আগামীর প্রত্যাশায় চাই ফুলের মতো সুন্দর ঝর্ণার জলের মতো…
জীবনের সব ঋণ একদিন দিয়ে যাবো সব করে দিয়ে শোধ… সামহোয়্যারইন লিংক
ডুবে ছিলাম যখন অন্তহীন ভালবাসার স্বচ্ছ-শীতল জলে, তখন বুঝি নাই তার মর্ম। এখন অনুভব করি প্রতি পলে। জীবনের এ…