এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
পরাজয়ের প্রথম কয়েক রাউন্ডেই, জীবনের খেলা শেষ হয়ে যায় না। জীবনের ক্যানভাস কতটা বড়, মাঝে মাঝে তা আমরা বুঝতে…
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…
এই মাটিতে মিশে আছে যার দেহ, সে ছিল কেহ একজন ঠিক তোমারি মতো চেয়েছিল থেকে যেতে, পারেনি। তুমিও একদিন…
“a promise of blood, all the drops. a promise of life, all the moments. এ এক অঙ্গীকার প্রতি ফোঁটা…
নিত্য নতুন এই পুরনো পৃথিবীতে, সৃষ্টির সেরা জীব হিসেবে বেঁচে থাকার অপার আনন্দে আমরা ঋদ্ধ, ধন্য। স্মরণ করছি আজ…
বেঁচে আছি তাই তো বড় কথা মরনের আগে যতটুকু সম্ভব এগিয়ে যাওয়া এক একটা দিগন্ত পেরিয়ে অনন্তের পানে প্রশান্ত…