এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
একদিন থেমে যাবে সব কোলাহল থেমে যাবে জীবনের যত গান হবে অবসান সব আবেগের থাকবো না আমি থাকবে না…
জীবনের সব ঋণ, একদিন দিয়ে যাব সব করে দিয়ে শোধ। দিতে হবে না আর কোনো কৈফিয়ৎ। ফিরে যাব বিধাতার…
কত হাসি, কত গান, কত কথা, না বলা ব্যথা, কত অভিমান; জীবনটা এত সুন্দর, এত অপার্থিব, এত আনন্দময়। যদি…
কেউ কেউ শিক্ষক, অনেকেই শিক্ষা কর্মকর্তা। কেউ কেউ গবেষক, অনেকেই গবেষণা ব্যবসায়ী। কেউ কেউ বিদ্যার্থী, অনেকেই কেবল চাকুরিপ্রার্থী। পণ্যায়নের…
এই মাটিতে মিশে আছে যার দেহ, সে ছিল কেহ একজন ঠিক তোমারি মতো চেয়েছিল থেকে যেতে, পারেনি। তুমিও একদিন…
[এটি কবিতা নয়। ভাষার সৌকর্যে গাঁথা একান্ত কিছু মনের কথা।] হৃদয়ে তোমার ঘৃণা থাকুক, কিছুটা। বিদ্বেষ রেখো না কারো…