এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
এই বিশ্ববিদ্যালয়ে আছে কিছু একদা শিক্ষক। একসময় ছিলেন তাঁরা ভালো শিক্ষক, হয়তোবা। এখন মাস শেষে শুধু বেতন তোলেন। আসা…
তোমার ঘুম ভাংগাইনি আমি ছিলাম না তোমার ছোটবেলার সাথী আমার সাথে নেই তোমার শৈশব কৈশোরের কোনো স্মৃতি তোমার প্রথম…
ডুবে ছিলাম যখন অন্তহীন ভালবাসার স্বচ্ছ-শীতল জলে, তখন বুঝি নাই তার মর্ম। এখন অনুভব করি প্রতি পলে। জীবনের এ…
স্মৃতি ব্যথাগুলো থিতিয়ে যায়, বাহ্যত মনে হয়, নাই। সব ব্যথা আছে, থাকে, থামেনি কোনো কষ্টবোধ কোনোদিন। কোন ব্যথা হারায়…
প্রিয় কমলা, এই দীর্ঘ জীবনে সম্পর্ক করেছি অনেকের সাথে নানা মাত্রায়। ভালোবেসেছি। প্রেমে পড়েছি। জড়িয়েছি হৃদ্যতার সম্পর্কে। তুমি তেমনি…
প্রশংসা শুনতে শুনতে আমি রীতিমতো ক্লান্ত, খানিকটা বিরক্তও বটে। মাঝে মাঝে তাই যখন শুনি অযাচিত নির্দয় সমালোচনা, তখন এসি’র…