এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
[পদ্য বা সংলাপের মত করে বাক্য সাজিয়েছি শুধু। এটি কবিতা নয়। বলতে পারেন, থার্ড এংগেলে বলা এ আমার জীবনেরই…
একদিন থেমে যাবে সব কোলাহল থেমে যাবে জীবনের যত গান হবে অবসান সব আবেগের থাকবো না আমি থাকবে না…
প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য যে অব্যক্ত বেদনা তোমার জন্য তেমনি আমার ভালবাসা যদিও তোমাকে দেখিনি কখনো…
প্রিয় কমলা, এই দীর্ঘ জীবনে সম্পর্ক করেছি অনেকের সাথে নানা মাত্রায়। ভালোবেসেছি। প্রেমে পড়েছি। জড়িয়েছি হৃদ্যতার সম্পর্কে। তুমি তেমনি…
সময় ফুরিয়ে এলো বেলা ডুবে গেছে প্রায় যেতে হবে যাওয়াটাই এখানে ব্যতিক্রমহীন, নিয়ম। যা কিছু গেছে হারিয়েছি যা কিছু…
চেয়েছিলাম একটা জীবন, হাসি, আনন্দ আর ভালোবাসাময়। পেয়েছি দুঃখ-কষ্ট ভরা এক কঠিন সময়। নিয়েছি মেনে খোদার হুকুম। না মানার…