অন্য এক জীবনে

সময় ফুরিয়ে এলো
বেলা ডুবে গেছে প্রায়
যেতে হবে
যাওয়াটাই এখানে ব্যতিক্রমহীন, নিয়ম।
যা কিছু গেছে
হারিয়েছি যা কিছু
পেয়েছি তার চেয়ে অনেক বেশি
সম্পদ, সম্মান, জ্ঞান, তুষ্টি আর প্রশান্তি।

এ জীবনের পরে
অন্য এক জীবনে
অন্তহীন এ যাত্রা …
এত মানুষের জায়গা নাই
ছোট্ট এ পৃথিবীতে
নবাগতদের তাই
ছেড়ে দিতে হয় স্থান
যেভাবে আমরা দখল করেছি
আমাদের পূর্বসূরীদের সবকিছু।

এসব কিছু জানি,
তবুও এক অজানা ভীতি
গ্রাস করছে নিশিদিন,
এই অমোঘ পরিণতিকে
কীভাবে বরণ করবো
বুঝতে পারছি না, গত্যন্তরহীন
আমি একান্তই অনিচ্ছুক, ভীত।

আয়নার দিকে যখন তাকাই,
পরিশ্রম করার ক্রমবর্ধনশীল অক্ষমতাকে
যখন অস্বীকার করতে পারি না,
তখন নিশ্চিত বুঝি
সেই যৌবন আর নাই
জীবনের বেলা ডুবে আসছে যেন,
পড়ন্ত বিকালের মোহনীয় মুগ্ধতার মতো
এখন শুধু হারিয়ে যাওয়ার বাকী।

ইচ্ছার সমস্ত প্রতিকূলে গিয়ে
আজ আমি
জীবনের অনিবার্য রূপান্তরের মুখোমুখি,
অচেনা এক হতবুদ্ধি-ভাব অন্তর্গতভাবে
আচ্ছন্ন করছে আমাকে,
যেমন করে সন্ধ্যা বেলার রক্তিম উজ্জ্বলতা
দ্রুত ঢেকে যায়
ঘনায়মান রাতের প্রবল অন্ধকারে।

জুন ৩০, ২০১৭ ।। দক্ষিণ ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এ ধরনের আরো লেখা

বেলা শেষে আমি একা

একদিকে ভরপুর সুখ অন্যদিকে শূন্যতা। এক একটা বাস্তবতা যেন একেক ধরনের অর্থহীনতা। ছয় দশকের এ...

হতে চাই বিপ্লবী হতে চাই প্রেমিক

হতে চাই বিপ্লবী, হতে চাই প্রেমিক। প্রেম আর বিপ্লব যেন হৃদয়ের দুই...

মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

প্লিজ, আপনার মন্তব্য লিখুন!
প্লিজ, এখানে আপনার নাম লিখুন

মোহাম্মদ মোজাম্মেল হক
মোহাম্মদ মোজাম্মেল হকhttps://mozammelhq.com
নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।

সম্প্রতি জনপ্রিয়

ক্রিটিকাল থিংকিং কী, কেন ও কীভাবে

জীবন থেকে নেয়া একটা কথা দিয়ে শুরু করি। মানুষ...

ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ: একটি প্রস্তাবনার খসড়া

বাংলাদেশ নামের এ ভূখণ্ডে ইসলামের বিধানের আলোকে একটি ইনসাফপূর্ণ...

‘অভিনয় প্রসঙ্গে ইসলামী দৃষ্টিভঙ্গি’: আমার কথা

লেখাটা দীর্ঘ, তথ্যবহুল ও এপলজেটিক। এবং সে অর্থে অপূর্ণ।...