সময় ফুরিয়ে এলো
বেলা ডুবে গেছে প্রায়
যেতে হবে
যাওয়াটাই এখানে ব্যতিক্রমহীন, নিয়ম।
যা কিছু গেছে
হারিয়েছি যা কিছু
পেয়েছি তার চেয়ে অনেক বেশি
সম্পদ, সম্মান, জ্ঞান, তুষ্টি আর প্রশান্তি।
এ জীবনের পরে
অন্য এক জীবনে
অন্তহীন এ যাত্রা …
এত মানুষের জায়গা নাই
ছোট্ট এ পৃথিবীতে
নবাগতদের তাই
ছেড়ে দিতে হয় স্থান
যেভাবে আমরা দখল করেছি
আমাদের পূর্বসূরীদের সবকিছু।
এসব কিছু জানি,
তবুও এক অজানা ভীতি
গ্রাস করছে নিশিদিন,
এই অমোঘ পরিণতিকে
কীভাবে বরণ করবো
বুঝতে পারছি না, গত্যন্তরহীন
আমি একান্তই অনিচ্ছুক, ভীত।
আয়নার দিকে যখন তাকাই,
পরিশ্রম করার ক্রমবর্ধনশীল অক্ষমতাকে
যখন অস্বীকার করতে পারি না,
তখন নিশ্চিত বুঝি
সেই যৌবন আর নাই
জীবনের বেলা ডুবে আসছে যেন,
পড়ন্ত বিকালের মোহনীয় মুগ্ধতার মতো
এখন শুধু হারিয়ে যাওয়ার বাকী।
ইচ্ছার সমস্ত প্রতিকূলে গিয়ে
আজ আমি
জীবনের অনিবার্য রূপান্তরের মুখোমুখি,
অচেনা এক হতবুদ্ধি-ভাব অন্তর্গতভাবে
আচ্ছন্ন করছে আমাকে,
যেমন করে সন্ধ্যা বেলার রক্তিম উজ্জ্বলতা
দ্রুত ঢেকে যায়
ঘনায়মান রাতের প্রবল অন্ধকারে।
জুন ৩০, ২০১৭ ।। দক্ষিণ ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়