প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]
প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]
এই মাটিতে মিশে আছে যার দেহ, সে ছিল কেহ একজন ঠিক তোমারি মতো চেয়েছিল থেকে যেতে, পারেনি। তুমিও একদিন…
আহা জুলাই, তারা কোথায়…! মনে হয় তারা আছে এই তো আশপাশে।মিছিলের সামনে, কলেজ ক্যাম্পাস ফ্যাকাল্টির করিডোরে।দেখা হলে সলজ্জ হাসি…
লিখতে চাই না। তবুও, মাঝে মাঝে অনুভবের ব্লাকহোল হতে hawking radiation-এর মত কিছু কথা কীভাবে যেন ছাপার অক্ষরে বের…
সময় ফুরিয়ে এলো বেলা ডুবে গেছে প্রায় যেতে হবে যাওয়াটাই এখানে ব্যতিক্রমহীন, নিয়ম। যা কিছু গেছে হারিয়েছি যা কিছু…
কেউ নেই, কিছু নেই, শুধু আছো তুমি। তুমি থাকলেই মনে হয় সবকিছু আছে। তোমাকে দেখলেই মনে হয়, এরচেয়ে…