প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]
প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]
যেভাবে এগিয়ে যেতে হয় এখন সে অনুশীলনই করছি তন্ময় আমি আপন অবস্থা উন্নয়নের আশায় কেবলই উজ্জ্বল হতে চাই সহস্র…
প্রশংসা শুনতে শুনতে আমি রীতিমতো ক্লান্ত, খানিকটা বিরক্তও বটে। মাঝে মাঝে তাই যখন শুনি অযাচিত নির্দয় সমালোচনা, তখন এসি’র…
আমি জীবনবাদী বলেই মৃত্যুর বাস্তবতাকে কথা আর লেখনিতে মাঝে মাঝে তুলে আনি। মৃত্যুকে আমি ভয় পাই বরং অস্বীকারই করতে…
স্বপ্ন দেখি ভবিষ্যতের। এমনকি অতীতেরও। স্বপ্ন দিয়ে নতুন করে সাজিয়ে তুলি জীবনের ফেলে আসা ভুল অতীতকে। স্বপ্ন দিয়ে ঢেকে…
(এক কবরবাসীর কথা) এইখানে মিশে আছে যার দেহ এক সময়ে সে ছিল কেহ একজন ঠিক তোমারই মতো ভাবতো মৃত্যুর…