নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।
ভালোবাসা বিহনে
পড়া থাকে না মনে,
ভাল লাগে না কিছু।
থাকতো যদি কেউ পাশে,
রাখতো বেঁধে আমাকে
উষ্ণতা দিয়ে
জড়িয়ে সারাদিন।
কথা ছিল আজ পড়ব একটানা,
অথচ ছুঁয়ে দেখিনি বই,
ডুবে গেল বেলা।
প্রিয়...
বুদ্ধিজীবী হতে চাইনে, হতে চাই চালচুলোহীন বিপ্লবী।
জ্বলে উঠতে চাই প্রতিবাদের প্রবল বহ্নি হয়ে।
ধ্বংস করে দিতে চাই অসত্যের সকল নির্মাণ।
সত্য আর ন্যায়ের পথে হতে চাই...