প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]
প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]
জীবনের সব ঋণ, একদিন দিয়ে যাব সব করে দিয়ে শোধ। দিতে হবে না আর কোনো কৈফিয়ৎ। ফিরে যাব বিধাতার…
নিজেকে ভাবছো ব্যর্থ, পরাজিত, পরিত্যক্ত? ফুরিয়ে যাওয়া, পুরনো, অচল? না, তুমি তা নও। আমি জানি, তোমার এখনও আছে সময়,…
এইভাবে আমাদের প্রিয় সব সান্নিধ্য একে একে নাই হয়ে যায়। যা কিছু হারায় কখনো কখনো তা চিরতরেই চলে যায়।…
এই মাটিতে মিশে আছে যার দেহ, সে ছিল কেহ একজন ঠিক তোমারি মতো চেয়েছিল থেকে যেতে, পারেনি। তুমিও একদিন…
ভালোবাসা জাগিয়ে তোলে ভালোবাসা। ঘৃণা ছড়িয়ে দেয় ঘৃণা। মানবিক অনুভূতিগুলো ভীষণ স্পর্শকাতর, সংক্রমিত হয় মন থেকে মনে। তাই, হয়ো…