প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]
প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]