প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]
প্রিয় গানের ভুলে যাওয়া কোনো কলির জন্য
যে অব্যক্ত বেদনা
তোমার জন্য তেমনি আমার ভালবাসা
যদিও তোমাকে দেখিনি কখনো
জানি না তোমার নাম
কিংবা কোনো ঠিকানা।
[প্রকৃত রচনাকাল: ১৯৯২। আমানত হল, চবি। এমএ ক্লাসে অধ্যয়নকালীন লেখা।]
(এক কবরবাসীর কথা) এইখানে মিশে আছে যার দেহ এক সময়ে সে ছিল কেহ একজন ঠিক তোমারই মতো ভাবতো মৃত্যুর…
ভালোবাসা জাগিয়ে তোলে ভালোবাসা। ঘৃণা ছড়িয়ে দেয় ঘৃণা। মানবিক অনুভূতিগুলো ভীষণ স্পর্শকাতর, সংক্রমিত হয় মন থেকে মনে। তাই, হয়ো…
মাঝে মাঝে মনে হয়, মন খুলে অঝোর ধারায় কাঁদতে পারার চেয়ে বেশি সুখ যেন আর কিছুতে নাই। যে কান্না…
এইখানে আমাদের হয়েছিল ফুলশয্যা প্রথম বাসর আজ মাত্র দু’বছর পরে আমরা কতো না দূরে এ ঘর আজি কতো না…
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…
বেঁচে আছি তাই তো বড় কথা মরনের আগে যতটুকু সম্ভব এগিয়ে যাওয়া এক একটা দিগন্ত পেরিয়ে অনন্তের পানে প্রশান্ত…