যখন আমার খুব মন খারাপ থাকে,
তখন তোমার কথা স্মরণ করি।
যখন আমার মন খুব ভালো থাকে,
তখন তোমার কথাই সবচেয়ে বেশি মনে পড়ে।
সব হতাশা কেটে যায়, যখন তোমাকে দেখি।
মনটা আনন্দে নেচে ওঠে, যখন তোমার কথা শুনি।

একটা মুহূর্তের জন্যেও অনিরাপদ ভাবি না
তোমার কাছে নিজেকে।
আমার ব্যক্তিত্ব, সম্মান, মর্যাদা আর আবেগ,
কখনো হবে তোমার কাছে এতটুকু ক্ষুন্ন,
কখনো তা মনে আসে না।

প্রিয়জনের থাকতে পারে ভুল, নাই কোনো অন্যায়;
এমন অন্ধ ভালোবাসা
যেন স্থায়ী আমাদের সম্পর্কের মাঝে।

মনে হয়,
সব ঝড়ঝঞ্জা আর প্রতিকূলতার সময়ে
আমি যদি পৌঁছে যাই তোমার কাছে,
পরম মমতায় তুমি
আমার বিপন্ন সময়টুকুকে করে তুলবে
নিশ্চিন্ত হওয়ার অবসর।

যে কোনো কষ্টের কথা তোমাকে বলা যায়।
তোমার কাছে হতে পারি নিঃসংকোচ, অকপট।
তোমার কাছে আমি যেন নিরাবরণ একটা শিশু।

ভালোবাসার সব অবয়বে তোমাকে দেখেছি।

কখনো তুমি হয়ে ওঠো মায়ের মতো
ভালোবাসাময়, নিশ্চিন্ত আশ্রয়।
কখনো তোমাকে পাই বন্ধুর মতো
আপন হিসেবে।
মাঝে মাঝে তোমাকে দেখি,
অভিভাবকের মতো দায়িত্বশীল ভূমিকায়।
কখনো দেখতে পাই তোমাকে
বোনের মতো স্নেহময়ী হিসেবে।
প্রেমময়ী স্ত্রীর মতো প্রতিনিয়ত
তুমি হয়ে ওঠো সর্বংসহা, সদা আনন্দময়।

তোমাকে দেখলে মনে হয়,
জগতে নেই অজেয় কোনো দুঃখ।
আমার জীবনে,
তুমি আছো বলেই নিজেকে মনে হয়,
অনেক বেশি ভাগ্যবান।

তোমার ভালোবাসাকে আমি
কখনো করবো না অপমান।
অস্বীকার করবো না কখনো তোমার প্রেম।
তুমি দিয়েছো আমাকে নতুন জীবন।
প্রেমপূর্ণ ভালোবাসাময় সুন্দর জীবন।
তুমি আমার ভালোবাসার মানুষ, কবিতার নারী।

তোমাকে ভালোবাসি।

তোমার ভালোবাসা নিয়েই
কাটিয়ে দিতে চাই জীবনের অবশিষ্ট দিনগুলি।

মন্তব্য-প্রতিমন্তব্য

Shirin Akhter Usha: অনেক সুন্দর…

মোহাম্মদ মোজাম্মেল হক: আমার পদ্য লেখা সম্পর্কে আপনার সমালোচনা অতিশয় সঠিক। আমি নিজেই সেটা যাচাই করে দেখেছি।

আমার এই ধরনের লেখাগুলো কবিতা কিনা সেটা জানি না, কিন্তু এগুলো আবৃত্তি উপযোগী এক ধরনের পদ্য। এগুলো আমার জীবনের গল্প, ভালোবাসার গল্প।

আপনাকে বলেছি কিনা জানি না, এই লেখাগুলো নিয়ে আমি একটা সংকলন বের করবো, ইনশাআল্লাহ। সেটার নাম হবে ‌‘জীবনের গল্প’। ‌‘শেষের কবিতা’ যেমন কবিতার বই নয়, তেমনি ‌‘জীবনের গল্পে’ থাকবে না কোনো গল্প। থাকবে কিছু পদ্য এবং গদ্যকবিতা।

Shirin Akhter Usha: অসাধারণ হবে স্যার। বের বলে আমাদেরকে দিয়েন, আমরা পড়ব।

স্যার, আমি আপনার একটা, কয়েকটা কবিতা সম্পর্কে একটু ভিন্ন মন্তব্য করেছিলাম, সবগুলো সম্পর্কে তো না।

মোহাম্মদ মোজাম্মেল হক: সেই ‌‘ভিন্ন মন্তব্য’ ছিল অতীব বাস্তবসম্মত। আপনার সেসব মূল্যায়নে আমি উপকৃত হয়েছি। Obviously I took it very positively.

ফেইসবুক লিংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *