আমাদের সংগ্রাম চিরদিন চিরকালে
প্রতিটি ক্ষণে প্রতিটি প্রান্তরে মজলুমের পক্ষে
সব অসত্য অন্যায় আর মিথ্যার বেসাতির বিরুদ্ধে
আমাদের সংগ্রাম ধারাবাহিক নিরবচ্ছিন্ন অদম্য আর
আপসের ঠিকানাবিহীন
আমাদের সংগ্রামে পরাজয়ের কোনো সম্ভাব্যতা নেই
এমনকি আমাদের অভিধানে
পরাজয় নামক কোনো শব্দের অস্তিত্বই নেই, কেননা
আমরা তো সত্যের সৈনিক
আমাদের একমাত্র কাজ ন্যায়ের পথে লড়ে যাওয়া
তাই তো আমাদের নেই
কোনো ব্যক্তিগত প্রাপ্তির প্রত্যাশা
নিজের জীবনের জন্য নেই
কোনো সংকীর্ণ ভালবাসা
আমরা শুধু লড়তেই জানি
সংগ্রামই আমাদের ভালোবাসা
লড়াইয়ের ময়দানই হলো আমাদের একমাত্র ঠিকানা
যুদ্ধের উত্তাপই হলো আমাদের জীবনের স্পন্দন
বেঁচে থাকার একমাত্র নমুনা।
[প্রায় ৩০ বছর আগে লেখা পুরনো ডায়েরি হতে সংগৃহীত।]