এইখানে আমাদের হয়েছিল ফুলশয্যা
প্রথম বাসর
আজ মাত্র দু’বছর পরে
আমরা কতো না দূরে
এ ঘর আজি কতো না অবিন্যস্ত, অন্যের।
জীবনের সবকিছু ভীষণ বদলে যায়
কিছুই থাকে না অবিকল
যেন ঝরে যাওয়া পুষ্পবৃতি,
জীবনের ভালোলাগা উচ্ছ্বল প্রিয়
অনেক কিছুই আজ শুধু স্মৃতি…!
[প্রকৃত রচনাকাল: ০২ ফেব্রুয়ারি, ১৯৯৬ ।। রাত সাড়ে ১২টা]