যখন স্বপ্ন ছিল নিবিড়,
স্বল্পতা ছিল সামর্থ্যের,
কিন্তু ভালোবাসা ছিল নিখাদ।
ছিলো আস্থা অবারিত,
ছিলো নির্ভরতা অগাধ।
কতো শুদ্ধ ছিলো
তারুণ্য-উচ্ছ্বল সে সময়টুকু ..!
প্রবল আত্মবিশ্বাসে
শুধু এগিয়ে যাওয়া।
যা কিছু হারায়
কখনো কখনো তা
একেবারেই যায় …!
পাহাড় ঘেরা
অফুরন্ত সবুজের সমারোহ,
আন্দোলন, সংগ্রাম, ক্লান্তিহীন
সেই দিনগুলো … আহা …!!!
স্বপ্নমধুর স্মৃতি হয়ে
শুধু কাঁদায়।