[আমাকে নিয়ে আমীর উদ্দীন কাদেরী ভাইয়ের লেখা ছড়া কবিতা]
আমাদের টিটু ভাই ক্যাম্পাসে থাকে
মাঝে মাঝে বের হন ঘর খালি রেখে
বাচ্চারা খোঁজে বাবা – বউ খোঁজে স্বামী
টিটু ভাই বলে শুধু – কী করব আমি।
কখনো নতুনপাড়া কখনো নাজিরহাট
সবখানে টিটু ভাই কিছু নাই বাদ
ঠিকঠাক ফিটফাট ঝটপট চলা
আমাদের টিটু ভাই কাজে নাই হেলা।
এদিক সেদিক তিনি যেই দিকে যান
প্রজাপতি মন তাঁর নয়কো পাষাণ
ছোট বড় বলে সবে টিটু ভাই ভালো
নয়নের মণি তিনি প্রদীপের আলো।
ছেলে মেয়ে বাবা মা মিলে এক ঝাঁক
ছোটদের কিচিমিচি বড়দের হাঁক
টুকটাক সব কাজে নাই কোনো বাধা
টিটু ভাই লোক ভালো মন তাঁর সাদা।
ঈদে চাঁদে হেঁসে কাধে বড় আয়োজন
এরচেয়ে বেশি সুখ কিবা প্রয়োজন
ছুটি শেষে ছোটে সবে নিজ নিজ কাজে
মিলনের সাত সুর প্রাণে মনে বাজে।
[প্রকৃত রচনাকাল: ১৩ সেপ্টেম্বর, ২০১০। আমান বাজার, চট্টগ্রাম]