হতে চাই বিপ্লবী হতে চাই প্রেমিক

হতে চাই বিপ্লবী, হতে চাই প্রেমিক।
প্রেম আর বিপ্লব যেন হৃদয়ের দুই অলিন্দ।
ভালবাসি, তাই হয়েছি প্রতিবাদি।
যদি না থাকতো প্রেম, তাহলে হতাম নির্বিবাদী।
ভালবাসার প্রবল আবেগ আমাকে করে তুলেছে বিপ্লবী।
লড়াই যেন আমার কাছে প্রণয়ের মতো দুর্নিবার।
প্রেম ভালোবাসা প্রণয় যেন যুদ্ধের মতো অবিশ্রান্ত।
আমি এক মধ্যবিত্ত বিপ্লবী।
হতে চাই চূড়ান্ত বিপ্লবী।
প্রেম হলো আমার জীবনীশক্তি,
প্রেম হলো আমার বিপ্লবী হওয়ার প্রেরণা।
প্রেম ছাড়া বিপ্লব সম্পন্ন হতে পারে না।
প্রেম ছাড়া হতে পারে না প্রাণের জাগরণ।
প্রেমের শক্তিতে বিপ্লবী উজ্জীবিত হয়ে ওঠে।
বিপ্লবের চেয়ে বড় প্রেম হতে পারে না।
প্রেমের টানে মানুষ জীবন বিলিয়ে দেয়।
প্রেম ছাড়া বিপ্লব, অসম্ভব।
ভালোবাসি বলেই হয়ে উঠি আপোষহীন দুর্বার।
ভালোবাসি তাই বলে উঠি নির্ভয়ে,
‌‘বন্ধ করো যত অনিয়ম!
মানতে হবে সব ন্যায্য দাবি!’
ভালোবাসার মানুষ যদি না দাঁড়াতো পাশে,
তাহলে হতাম এক সুবোধ নাগরিক
ভালোবাসার মানুষ যদি না যোগাতো সাহস,
তাহলে হতাম এক বকোওয়াজ নীতিবাগীশ।
ভালোবাসতে চেয়েছি। বিপ্লবী হতে চেয়েছি।
এর চেয়ে বেশি কিছু চাইনি।
স্বপ্ন দেখেছি শুধু হবো এক বিপ্লবী।
স্বপ্ন দেখেছি শুধু হবো এক প্রেমিক।
এর চেয়ে বেশি কিছু চাইনি
এ জীবনে।

ফেইসবুক লিংক

এ ধরনের আরো লেখা

তুমি

আমার কী রোগ, কেন আমি কর্মবিমুখ স্তব্ধ হয়ে থাকি রাত্রি দিন, মাঝে মাঝে,...

ভালোবাসা বিহনে

ভালোবাসা বিহনে পড়া থাকে না মনে, ভাল লাগে না কিছু। থাকতো যদি কেউ পাশে, রাখতো...

মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

প্লিজ, আপনার মন্তব্য লিখুন!
প্লিজ, এখানে আপনার নাম লিখুন

মোহাম্মদ মোজাম্মেল হক
মোহাম্মদ মোজাম্মেল হকhttps://mozammelhq.com
নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।

সম্প্রতি জনপ্রিয়

মেয়েদের চাকরি করা বা না করার সুবিধা-অসুবিধা ও কর্মজীবী নারীদের সংসার জীবনের ভালোমন্দ

“কর্মজীবী মহিলা যারা সংসারে আর্থিক স্বচ্ছলতা আনার জন্য চাকরি...

ডিভোর্সি নারীদের সমস্যা

কোনো মেয়ের যখন ডিভোর্স হয় তখন সবাই ভাবে, দোষ...

মুসলিম নারীদের পোশাক প্রসঙ্গে একটি আলাপচারিতা

আলোচনার প্রেক্ষাপট: ‘নারী অধিকার প্রসঙ্গে শরীয়াহর নির্দেশ বনাম নির্দেশনা’...

যদি হও আমার ভালোবাসার মানুষ

আমার ভালোবাসার মানুষ কখনো হতাশায় ভুগতে পারে না। যারা...