হতে চাই বিপ্লবী, হতে চাই প্রেমিক।
প্রেম আর বিপ্লব যেন হৃদয়ের দুই অলিন্দ।
ভালবাসি, তাই হয়েছি প্রতিবাদি।
যদি না থাকতো প্রেম, তাহলে হতাম নির্বিবাদী।
ভালবাসার প্রবল আবেগ আমাকে করে তুলেছে বিপ্লবী।
লড়াই যেন আমার কাছে প্রণয়ের মতো দুর্নিবার।
প্রেম ভালোবাসা প্রণয় যেন যুদ্ধের মতো অবিশ্রান্ত।
আমি এক মধ্যবিত্ত বিপ্লবী।
হতে চাই চূড়ান্ত বিপ্লবী।
প্রেম হলো আমার জীবনীশক্তি,
প্রেম হলো আমার বিপ্লবী হওয়ার প্রেরণা।
প্রেম ছাড়া বিপ্লব সম্পন্ন হতে পারে না।
প্রেম ছাড়া হতে পারে না প্রাণের জাগরণ।
প্রেমের শক্তিতে বিপ্লবী উজ্জীবিত হয়ে ওঠে।
বিপ্লবের চেয়ে বড় প্রেম হতে পারে না।
প্রেমের টানে মানুষ জীবন বিলিয়ে দেয়।
প্রেম ছাড়া বিপ্লব, অসম্ভব।
ভালোবাসি বলেই হয়ে উঠি আপোষহীন দুর্বার।
ভালোবাসি তাই বলে উঠি নির্ভয়ে,
‘বন্ধ করো যত অনিয়ম!
মানতে হবে সব ন্যায্য দাবি!’
ভালোবাসার মানুষ যদি না দাঁড়াতো পাশে,
তাহলে হতাম এক সুবোধ নাগরিক
ভালোবাসার মানুষ যদি না যোগাতো সাহস,
তাহলে হতাম এক বকোওয়াজ নীতিবাগীশ।
ভালোবাসতে চেয়েছি। বিপ্লবী হতে চেয়েছি।
এর চেয়ে বেশি কিছু চাইনি।
স্বপ্ন দেখেছি শুধু হবো এক বিপ্লবী।
স্বপ্ন দেখেছি শুধু হবো এক প্রেমিক।
এর চেয়ে বেশি কিছু চাইনি
এ জীবনে।
অভিভূত হোলাম!💚