পরাজয়ের প্রথম কয়েক রাউন্ডেই, জীবনের খেলা শেষ হয়ে যায় না।
জীবনের ক্যানভাস কতটা বড়, মাঝে মাঝে তা আমরা বুঝতে পারি না।
যদি থাকে রংতুলি, এঁকে নাও নতুন ছবি।
কারো জন্যে কারো জীবন, থেমে থাকে না।
মুছে যায় একদিন সব ক্ষত।
এগিয়ে যাও, চাষ করো সম্পর্কের নতুন জমিন।
নিহত সম্পর্কের বোঝা, ছুড়ে ফেলে দাও।
নিজের মতো হও। যাপন করো আপন জীবন।
হও দ্বিধাহীন স্বার্থপর।
অযথা সেক্রিফাইস করতে যেও না।
নচেৎ পস্তাবে শেষে।
সময় ফুরিয়ে যাওয়ার পরে, হা হুতাশ করে কী লাভ?
ওই যে বললাম, জীবনের ক্যানভাস অনেক বড়।
যদি থাকে রংতুলি,
এঁকে নাও নতুন ছবি।
মনে রেখো ডেল কার্নেগীর এই কথাগুলি,
‘লেবু থাকলে শরবত বানিয়ে নিও’,
‘কাঠের গুড়োকে করাত দিয়ে কাটতে যেও না।’
জীবনবাদী হও। দুর্বলের মতো হতাশা চর্চা করো না।
প্রত্যয়ী হও। উঠে দাঁড়াও সটান।
অকপট হও। হও আত্মস্বীকৃত স্বার্থপর।
অন্যের জীবন যাপন করার মানে হয় না কোনো।
যদি ভালোবাসো, ভালোবাসা দিয়ে যাও। হিসেব করো না।
যদি চাও ভালোবাসার সম্পর্ক করতে, তাহলে হয়ো না বেহিসাবি।
ভালোবাসা আর ভালোবাসার সম্পর্ক করা, এক কথা নয়।
মনে রেখো,
পরাজয়ের প্রথম কয়েক রাউন্ডেই জীবনের খেলা শেষ হয়ে যায় না।
জীবনের পরিধি অনেক বিস্তৃত, অনেক বড়।
প্রাপ্তির আনন্দকে অপ্রাপ্তির দুঃখ দিয়ে আচ্ছন্ন করো না।
যা পাওনি, ধরে নাও তা ছিল না পাওয়ার।
এখন সময় শুধু এগিয়ে যাওয়ার।
তোমার হৃদয়কে সমৃদ্ধ করো
আবেগ আর ভালোবাসা দিয়ে।
হয়ো না অতীতমুখী।
ভবিষ্যতের অলীক স্বপ্ন নিয়ে পড়ে থাকার
মানে হয় না কোনো।
যাপন করো এক বর্তমানের জীবন।
আশাবাদী হও। হও আমার মতো জীবনবাদী।
যদি হও আমার ভালোবাসার মানুষ।