না, প্রতারিত হতে কারো
এতটুকু ভালো লাগে না।
তবুও যখন বুঝতে পারি,
প্রতারিত হয়েছি;
নিজের বোকামি দেখে তখন
নিজেই অবাক হয়ে যাই।
মনে হয়,
আমার মানসিক বয়স
বাড়েনি এতটুকু
কিছু কিছু দিক থেকে অন্তত।
এখনো যেন আমি একটা শিশু,
অথবা একটা কিশোর বালক।
অদূর অথবা সদূর
অতীতের দিকে তাকালে দেখি,
কিছু কিছু লোক নির্বিকারভাবে
আমাকে ভুল বলে গেছে।
দিয়েছে অকাতরে কপট আশ্বাস।
আর আমি
স্বভাবসুলভ সরলতায় সেসব বিশ্বাস করে
ভুলের ওপর করেছি ভুল, বার বার।
আফসোস, নিজের নির্বুদ্ধিতার …!
মাঝে মাঝে বুঝতে পারি,
ভুল বিশ্বাসের চেয়ে অবিশ্বাস কতটা দামি।
অপাত্রে দান করার চেয়ে,
মাঝে মাঝে বুঝতে পারি,
স্বার্থপর হওয়া কতটা জরুরি।