প্রতারিত হতে কেমন লাগে

না, প্রতারিত হতে কারো
এতটুকু ভালো লাগে না।
তবুও যখন বুঝতে পারি,
প্রতারিত হয়েছি;
নিজের বোকামি দেখে তখন
নিজেই অবাক হয়ে যাই।
মনে হয়,
আমার মানসিক বয়স
বাড়েনি এতটুকু
কিছু কিছু দিক থেকে অন্তত।
এখনো যেন আমি একটা শিশু,
অথবা একটা কিশোর বালক।
অদূর অথবা সদূর
অতীতের দিকে তাকালে দেখি,
কিছু কিছু লোক নির্বিকারভাবে
আমাকে ভুল বলে গেছে।
দিয়েছে অকাতরে কপট আশ্বাস।
আর আমি
স্বভাবসুলভ সরলতায় সেসব বিশ্বাস করে
ভুলের ওপর করেছি ভুল, বার বার।
আফসোস, নিজের নির্বুদ্ধিতার …!
মাঝে মাঝে বুঝতে পারি,
ভুল বিশ্বাসের চেয়ে অবিশ্বাস কতটা দামি।
অপাত্রে দান করার চেয়ে,
মাঝে মাঝে বুঝতে পারি,
স্বার্থপর হওয়া কতটা জরুরি।

ফেইসবুক লিংক

এ ধরনের আরো লেখা

বেলা শেষে আমি একা

একদিকে ভরপুর সুখ অন্যদিকে শূন্যতা। এক একটা বাস্তবতা যেন একেক ধরনের অর্থহীনতা। ছয় দশকের এ...

হতে চাই বিপ্লবী হতে চাই প্রেমিক

হতে চাই বিপ্লবী, হতে চাই প্রেমিক। প্রেম আর বিপ্লব যেন হৃদয়ের দুই...

মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

প্লিজ, আপনার মন্তব্য লিখুন!
প্লিজ, এখানে আপনার নাম লিখুন

মোহাম্মদ মোজাম্মেল হক
মোহাম্মদ মোজাম্মেল হকhttps://mozammelhq.com
নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।

সম্প্রতি জনপ্রিয়

বাধ্যতামূলকভাবে নামাজ পড়ানো প্রসঙ্গে

এ দেশের উল্লেখযোগ্য সংখ্যক ইসলামপন্থী যে তলে তলে আইসিসপন্থী,...

মেয়েদের চাকরি করা বা না করার সুবিধা-অসুবিধা ও কর্মজীবী নারীদের সংসার জীবনের ভালোমন্দ

“কর্মজীবী মহিলা যারা সংসারে আর্থিক স্বচ্ছলতা আনার জন্য চাকরি...

ইসলামে ‘শ্বশুরবাড়ি’ ও ‘যৌথ পরিবার’ বিতর্ক প্রসংগে কিছু মন্তব্য

(১) সম্পত্তি বণ্টন ব্যবস্থা হতে শিক্ষণীয় বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে চলার...

কারো অসংগত আবেগের কাছে নিজেকে জিম্মি করে ফেলবে না

তুমি কাউকে কথা দিয়েছো, পছন্দ করো, কিংবা ভালোবাসো; খুব...