মাঝে মাঝে মনে হয়,
মন খুলে অঝোর ধারায়
কাঁদতে পারার চেয়ে
বেশি সুখ যেন
আর কিছুতে নাই।
যে কান্না প্রিয়জনের জন্যে,
পাওয়ার জন্যে,
না পাওয়ার জন্যে,
নিজেকে বঞ্চিত করে একতরফাভাবে
দিতে পারার জন্যে,
হতে পারে নিজের কোনো ভুল
বুঝতে পারার জন্যে, অথবা
অনেক কষ্ট করে
কিছু অর্জন করতে পারার জন্যে।
হাসিটা আনন্দের।
মাঝে মাঝে মনে হয়,
কান্নাটাও কম সুখের নয়।
সুখের আতিশয্যে যখন
আমরা কাঁদতে পারি,
তখন বুঝতে পারি,
হাসি আর কান্না মিলে
আমাদের এ মানব জীবন
আনন্দময়, সুন্দর।