আপনি প্রতিপক্ষের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনছেন, এর মানে এই নয় যে আপনার নিজের কোনো পজিশন নাই। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হওয়ার জন্য আপনার নিজস্ব কোনো পজিশন থাকতে পারবে না, এমনটি যারা মনে করেন তারা ভুল করছেন। বরং, everyone has to have a position, but with open-mindedness.
অপরের সাথে মিলের জায়গাটুকু খুঁজে বের করতে হবে, তাঁর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য। আর বেমিলের জায়গাটুকু সম্পর্কে সচেতন হতে হবে তাঁর ভুল থেকে আত্মরক্ষার জন্য।
কাউকে হেয় প্রতিপন্ন করে, তাঁর ব্যক্তিত্বে আঘাত করে, তাকে সংশোধন করা যায় না। আবার, তোষামোদ করে মানুষকে পরিবর্তন করা যায় না।
কারো হিপোক্রেসিকে আপনি যদি সরাসরি দেখিয়ে দিতে না পারেন তাহলে সেই ব্যক্তি মনে করবে, ‘হ্যাঁ এগুলো সমস্যা বটে। তবে এ সমস্যা থেকে তো আমি নিজে মুক্ত। এগুলো অন্যদের জন্য বলা হচ্ছে।’
অতএব, সমালোচনা করতে হবে টু দ্য পয়েন্ট। তবে সেটি হতে হবে যথাসম্ভব শালীন, মার্জিত ও সামগ্রিক বিবেচনাপ্রসূত।