ইচ্ছে করে সব ছেড়ে হয়ে উঠি সন্ন্যাসী, অথবা
কোথাও হারিয়ে যাই তোমাকে নিয়ে।
ইচ্ছে করে বাসিন্দে হই সেই রাজ্যের
তুমি যার অধিপতি, আমি একমাত্র নাগরিক।
ইচ্ছে করে জনমানবহীন কোনো প্রান্তরে
আমরা হবো একমাত্র দম্পতি,
আমাদের বসতি হবে অশ্রুত, অজ্ঞাত।
আমরা হবো সুখী।
প্রাচুর্যের নয়, জীবন হবে আনন্দময়।
যেখানে তুমি আর আমি হব
একই নৌকার দুই মাঝি।
তোমাকে নিয়ে তেমন জীবনের স্বপ্ন দেখি,
যেখানে থাকবে আস্থা, নির্ভরতা, স্বাচ্ছন্দ্য ভালোবাসা।
কষ্টগুলো যেখানে সুখ হয়ে ওঠে,
দুঃখগুলো মুছে যায় ভালবাসার পরশে।
ভালবাসাহীন প্রাচুর্যের জীবন আমি চাইনে।
চাই, ভালোবাসাময় একটি জীবনে
অন্তত কিছুদিন সত্যিকারভাবে বেঁচে থাকতে।

ফেইসবুক লিংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *