১. আয়ুষ্কাল যত কমে জীবনের প্রতি মায়া তত বাড়ে।
২. চুল যত কমে চুলের প্রতি যত্ন তত বাড়ে।
৩. ভালোবাসার ঘাটতিকে মানুষ প্রদর্শনী দিয়ে পূরণ করতে চায়।
৪. বয়স বাড়ার সাথে সাথে মানুষের বয়স লুকানোর প্রবণতাও বাড়তে থাকে।
৫. ভিতর ভিতরে ‘হায়, হায়, কেন পাই না!’, বাহিরে দেখায় ‘না, না, আমি তো চাই না’।
৬. বাহিরে যিনি যত বেশি ত্যাগী, ভিতরে তিনি তত বেশি ভোগবাদী।
৭. সময়ে আমরা সকলেই শ্বাপদ। যারা ভালো তারা বাই চান্স ভালো।
৮. স্বল্পমাত্রায় ভেজাল খাওয়া ভালো। তাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
৯. অজ্ঞানতা যত কমে সহনশীলতা তত বাড়ে।
১০. নিজের ওপর আস্থা যত কমতে থাকে, অন্যের ওপর চড়াও হওয়ার প্রবণতা তত বাড়তে থাকে।
১১. যত বেশি সিরিয়াস হবেন তত দ্রুত বুঝে যাবেন ব্যাপারটা আসলে কতটুকু ভালো কিংবা মন্দ।