Ethics is the best working policy of an individual or a society.
নৈতিকতা হলো ব্যক্তিবিশেষের কিংবা কোনো সমাজের সর্বোচ্চ কর্মনীতি।
Culture is stronger than science, religion, law or logic.
বিজ্ঞান, ধর্ম, আইন কিংবা যুক্তির চেয়ে সংস্কৃতি অনেক বেশি শক্তিশালী।
Who cares what are in the law and logic books, culture matters.
আইন এবং যুক্তির কথা যাই হোক না কেন, মানুষ শেষ পর্যন্ত সংস্কৃতিকেই অনুসরণ করে।
Men read everything from his or her cultural context.
সবকিছুকে মানুষ নিজের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির আলোকেই বিবেচনা করে।
Good is that thing which is holistically consistent, no matter it is particularly important or not.
বিশেষ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হোক বা না হোক, ভাল হলো তা-ই যা সামগ্রিকভাবে যুক্তিসঙ্গত।