Forms of Metaphysical Necessity– ব্যাপারটা অনেকটা ‘একটা পেলে আরেকটা ফ্রি’র মতো। একটাকে নিলে আরেকটা পেয়ে যাবেন। অথবা, না নিয়ে পারবেন না। এটি হলো অন্টোলজি। আপাতত অত্যন্ত সহজ-সরল মনে হলেও অনেক অনেক গভীরে এটার ইম্প্লিকেশন। ডেকার্টের ‘আমি সন্দেহ করি। অতএব, আমি অস্তিত্বশীল’– এইটাও কজ-ইফেক্টের অন্টোলজিক্যাল সম্পর্কের পরিণতি বা ফাইন্ডিংস।

এক অর্থ অন্টোলজিক্যাল রিলেশন এক ধরনের begging the question অথবা loaded question ফ্যালাসি। অর্থাৎ প্রশ্নের মধ্যেই উত্তরের একটা ধরন দেয়া থাকে। অন্য কথায়, কোনো না কোনো ধরনে উদ্দীষ্ট উত্তরকে মেনে না নিয়ে আমরা প্রশ্নটাই আদতে করতে পারি না। সেটা যে প্রশ্নই হোক না কেন।

আল্টিমেইটলি অন্টোলজি বনাম ফ্যালাসির এই ডিলেমা আমাদেরকে ফিলোসফি অব কন্ট্রাডিকশনের যৌক্তিকতা তুলে ধরে। ফিলোসফি অব কন্ট্রাডিকশন আমার অন্যতম বেসিক ফিলোসফি। এরমানে হলো, আমাদের জ্ঞান ও বাস্তবতার তলদেশে আছে এক ধরনের অনিবার্য স্ববিরোধ। এই ধরনের ফাউন্ডেশনাল কন্ট্রাডিকশনগুলোকে মেনে নিয়েই আমাদেরকে চেষ্টা করতে হয়, জ্ঞান ও বাস্তবতার উপরিকাঠামোতে যাতে কোনো স্ববিরোধ না আসে।

লেখাটির ফেসবুক লিংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *