কেউ কেউ শিক্ষক,
অনেকেই শিক্ষা কর্মকর্তা।
কেউ কেউ গবেষক,
অনেকেই গবেষণা ব্যবসায়ী।
কেউ কেউ বিদ্যার্থী,
অনেকেই কেবল চাকুরিপ্রার্থী।
পণ্যায়নের এ’যুগে
শিক্ষা, গবেষণা আর বিদ্যা,
সবই আজ পণ্য।
নিজেকে পণ্য বানাতে পেরে
অনেকেই আজ ধন্য।
কেউ কেউ ব্যতিক্রম।
সর্বাংশে তাঁরা
শিক্ষক, গবেষক ও ছাত্র।
‘জীবনের জন্য জ্ঞান,
জীবিকার জন্য দক্ষতা’
এই হলো তাদের পরিচয়, নীতি।
বিশ্বাস আর কর্মকে
বিচ্ছিন্ন করা
অসম্ভব তাদের জন্য।
তাঁরা অনন্য।
শুধু তাঁরাই মানুষ।
বাদবাকি সব
সুরতে মানুষ,
আসলে শুধু জনগণ।
সংখ্যা বৃদ্ধি ছাড়া
ব্যর্থ তাদের জীবন।
[অস্তিত্ববাদী ভাবনা ২]