“a promise of blood,
all the drops.
a promise of life,
all the moments.
এ এক অঙ্গীকার
প্রতি ফোঁটা রক্তের।
এ এক প্রতিজ্ঞা
পুরো জীবনের, প্রতিটা মুহূর্তের।”
যার জীবনে নাই
এমন কোনো অঙ্গীকার,
নাই যার তেমন কোনো প্রতিজ্ঞা,
মানুষের মর্যাদা হতে অলরেডি সে
অবনমিত। তার
ভালো কিংবা মন্দ হওয়ার
প্রশ্নটা পরের।
যিনি এগিয়ে চলেছেন,
যার আছে নিজস্ব মত,
স্বকীয় ভাবনায় যিনি উজ্জীবিত,
যেটা ভালো মনে করেন
সেটা করতে চান যিনি আপসহীনভাবে,
তিনিই মানুষ।
হতে পারেন তিনি ভালো কিংবা মন্দ।
বৃহত্তর উদ্দেশ্যবিহীন, নিছকই
লোকাচারনির্ভর ‘সামাজিক মানুষ’কে
আমি মানুষ বলতে নারাজ।
জীবিত থেকেও তারা মৃত।
তারা বিগত-জীবন
মনুষ্যতুল্য এক ধরনের জীবিত-জড়।