তুমি আমার ভোরের আলো,
হঠাৎ পাওয়া বিশাল কিছু,
জীবনের এই সন্ধ্যা বেলায়।
ভুল সময়ে দেখা হওয়া
সঠিক মানুষ তুমি।
অনেক বেশি আপন হওয়া
সন্ধ্যাতারা তুমি।
তুমি আমার কাছের মানুষ, আপন মানুষ,
মনের নিকট অতি।
না পাই যদি তোমায় আমি
কীইবা তাতে ক্ষতি?
পাওয়ার চেয়ে না পাওয়াটা
মধুর হয় বেশি,
পাওয়ার ইচ্ছে, ভালোলাগা
অটুট থাকে যদি।