একজন ছাত্রভাই দু’টি প্রশ্ন করেছেন। সাথে আমার সংক্ষিপ্ত জওয়াব।

১। BIV যুক্তির প্রাসংগিক বিকল্প তত্ত্ব কি?

উত্তর:
হাতের বিকল্প হুক হতে পারে, হাত না থাকা মানে সে মানুষটি আদতেই নাই, এটি হতে পারে না। তারা বলছেন, ব্যক্তির হাত থাকা, শরীর থাকা ইত্যাদি অভিজ্ঞতা থাকার বাস্তব অনুভূতিই প্রমাণ করে ব্যক্তি অ-কৃত্রিমভাবেই আছে।

২। জ্ঞানতত্ত্বের সাথে সংশয়বাদ কীভাবে সম্পর্কিত? এ প্রেক্ষিতে সংশয়বাদের বিভিন্ন দিক কী হতে পারে?

উত্তর:
জ্ঞানতত্ত্ব সম্ভব হবে না যদি সংশয়বাদ সঠিক হয়। সংশয়বাদের মতে, জ্ঞানের জন্য যে নিশ্চয়তার দরকার, যা কিছু নিয়ে জ্ঞানের দাবী করা হয়, তাতে সেটি শেষ পর্যন্ত থাকে না। তাই, জ্ঞান অসম্ভব। এখানে সংশয় হলো পরিণতি (end)। জ্ঞানচর্চার পদ্ধতি হিসাবে যে সংশয়বাদ, তার সাথে জ্ঞানতত্ত্বের বিরোধ নাই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *