গত পরশু (১৯/০২/২০১৭) অষ্টম শ্রেণীর ছাত্রী আমার ছোট মেয়ে রাহনুমা হকের সাথে Cognitive Model of Existence নিয়ে এই আলোচনাটি করেছি।
প্রশ্ন থাকাই প্রমাণ করে প্রশ্নকারী এমন এক সত্তা যার (কিছু) জ্ঞান আছে এবং আরো কিছু সে জানতে চায়।
প্রশ্ন থাকাই প্রমাণ করে সংশ্লিষ্ট ব্যক্তির প্রশ্ন করা ও জ্ঞান অর্জনের স্বাধীনতাও আছে।
চেতনা ছাড়া স্বাধীনতা অর্থহীন।
চেতনার ধারক হলো ব্যক্তির স্বতন্ত্র সত্তা।
ব্যক্তির স্বতন্ত্র সত্তা ব্যক্তির অস্তিত্বকে প্রমাণ করে।
যুক্তির সোপান ধরে আমরা প্রশ্ন থেকে অস্তিত্ব কিংবা অস্তিত্ব থেকে প্রশ্ন (করার অধিকার) – এ পৌঁছতে পারি।