(এক কবরবাসীর কথা)
এইখানে মিশে আছে যার দেহ
এক সময়ে সে ছিল কেহ একজন ঠিক তোমারই মতো
ভাবতো মৃত্যুর কথা
দেখতো স্বপ্ন কত কিছু নিয়ে ঠিক তোমারই মতো
একদিন ছিল তার সুন্দর জীবন সাজানো সংসার
তোমাদের এই মায়াঘেরা পৃথিবীতে চেয়েছিল থেকে যেতে
পারেনি
তুমিও একদিন নাই হয়ে যাবে
থাকবে শুধু প্রিয়জনের স্মৃতিতে
সমাধিফলকে
জন্ম আর মৃত্যু সনের সাথে
লেখা থাকবে তোমার নাম
একসময় তাও থাকবে না
মুছে যাবে সব নাই হয়ে যাবে এই বিশ্ব জগত
এরপর ধূলিকণা হতে
নতুন এক পৃথিবীতে মানুষেরা জেগে উঠবে আবার
মৃত্যুহীন এক নতুন জগতে
আমারই মতো একদিন টুঁটে যাবে তোমার
স্নেহ প্রীতি ভালোবাসা মায়ার বন্ধন
কত বিচিত্র রহস্যময় এই মানব জীবন
এই পথচলা তোমার থেমে যাবে কোনো এক ক্ষণে
ফিরে আসবে এখানে এই সাম্যের ঠিকানায়
প্রতিটি জীবিত মানুষের নাম লেখা আছে
মৃত্যুর অপেক্ষমান তালিকায়