যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
হতে চাই বিপ্লবী, হতে চাই প্রেমিক। প্রেম আর বিপ্লব যেন হৃদয়ের দুই অলিন্দ। ভালবাসি, তাই হয়েছি প্রতিবাদি। যদি না…
একদিন থেমে যাবে সব কোলাহল থেমে যাবে জীবনের যত গান হবে অবসান সব আবেগের থাকবো না আমি থাকবে না…
তোমাকে দেখিনি আমি। শুধু নামটি জেনেছি। কথা হওয়ার অনেক পরে। এইটুকুরও দরকার ছিল না তেমন। কীভাবে যেন হয়ে…
জীবনের সব ঋণ একদিন দিয়ে যাবো সব করে দিয়ে শোধ… সামহোয়্যারইন লিংক
তোমাকে পেতে চাই। তারচেয়েও বেশি করে চাই তোমার সুখ, সমৃদ্ধি। তোমাকে ভালবাসি। নাইবা থাকল এই ভালবাসার কোনো দাবী। ভালবাসি।…
ইচ্ছে করে সব ছেড়ে হয়ে উঠি সন্ন্যাসী, অথবা কোথাও হারিয়ে যাই তোমাকে নিয়ে। ইচ্ছে করে বাসিন্দে হই সেই রাজ্যের…