যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
আমি এক স্বপ্নগ্রস্ত বিগত-যৌবন যুবক। প্রতিদিন জেগে উঠি এক নতুন পৃথিবীতে। আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, প্রতিদিন নতুন…
স্মৃতিগুলো ক্রমে ঝাপসা হয়ে যায় কথামালা থেমে আসে ভাষা ফুরায়, থেকে যায় শুধু কিছু অনুভব কিছু অব্যক্ত বেদনা কিছু…
আহা জুলাই, তারা কোথায়…! মনে হয় তারা আছে এই তো আশপাশে।মিছিলের সামনে, কলেজ ক্যাম্পাস ফ্যাকাল্টির করিডোরে।দেখা হলে সলজ্জ হাসি…
তোমার ঘুম ভাংগাইনি আমি ছিলাম না তোমার ছোটবেলার সাথী আমার সাথে নেই তোমার শৈশব কৈশোরের কোনো স্মৃতি তোমার প্রথম…
নিত্য নতুন এই পুরনো পৃথিবীতে, সৃষ্টির সেরা জীব হিসেবে বেঁচে থাকার অপার আনন্দে আমরা ঋদ্ধ, ধন্য। স্মরণ করছি আজ…
কারো আছে স্বামী, কারো স্ত্রী, আছে ভরপুর সংসার। নাই শুধু দাম্পত্য জীবন। এমন কত উদাহরণ আশেপাশে আমাদের। স্বামী স্ত্রী…