যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
হতে চাই বিপ্লবী, হতে চাই প্রেমিক। প্রেম আর বিপ্লব যেন হৃদয়ের দুই অলিন্দ। ভালবাসি, তাই হয়েছি প্রতিবাদি। যদি না…
চেয়েছিলাম একটা জীবন, হাসি, আনন্দ আর ভালোবাসাময়। পেয়েছি দুঃখ-কষ্ট ভরা এক কঠিন সময়। নিয়েছি মেনে খোদার হুকুম। না মানার…
এইখানে আমাদের হয়েছিল ফুলশয্যা প্রথম বাসর আজ মাত্র দু’বছর পরে আমরা কতো না দূরে এ ঘর আজি কতো না…
[এটি কবিতা নয়। ভাষার সৌকর্যে গাঁথা একান্ত কিছু মনের কথা।] হৃদয়ে তোমার ঘৃণা থাকুক, কিছুটা। বিদ্বেষ রেখো না কারো…
নিজেকে ভাবছো ব্যর্থ, পরাজিত, পরিত্যক্ত? ফুরিয়ে যাওয়া, পুরনো, অচল? না, তুমি তা নও। আমি জানি, তোমার এখনও আছে সময়,…
একদা বিপ্লবীদেরকে দিয়ে বিপ্লব হয় না। হবে না তেমন কোনো কাজের কাজ, অথবা টেকসই কোনো পরিবর্তন। বিপ্লবের জন্য, উন্নয়নের…