যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
যখন দূরে ছিলে তখন ভেবেছি
কখন কাছে পাবো তোমাকে।
যখন এসেছি কাছে,
জেনেছি তুমি আছো এইতো আশেপাশে,
তখন হয়নি সাহস তোমাকে ডাকি।
মনে হচ্ছে, দেখা না করি, সেই ভালো;
বিপন্ন না হও তুমি,
অটুট থাকুক তোমার সুখময় অনুভূতি,
আমাকে নিয়ে।
কত হাসি, কত গান, কত কথা, না বলা ব্যথা, কত অভিমান; জীবনটা এত সুন্দর, এত অপার্থিব, এত আনন্দময়। যদি…
স্মৃতিগুলো ক্রমে ঝাপসা হয়ে যায় কথামালা থেমে আসে ভাষা ফুরায়, থেকে যায় শুধু কিছু অনুভব কিছু অব্যক্ত বেদনা কিছু…
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…
ইচ্ছে করে সব ছেড়ে হয়ে উঠি সন্ন্যাসী, অথবা কোথাও হারিয়ে যাই তোমাকে নিয়ে। ইচ্ছে করে বাসিন্দে হই সেই রাজ্যের…
এইখানে আমাদের হয়েছিল ফুলশয্যা প্রথম বাসর আজ মাত্র দু’বছর পরে আমরা কতো না দূরে এ ঘর আজি কতো না…
আমাদের সংগ্রাম চিরদিন চিরকালে প্রতিটি ক্ষণে প্রতিটি প্রান্তরে মজলুমের পক্ষে সব অসত্য অন্যায় আর মিথ্যার বেসাতির বিরুদ্ধে আমাদের…