দুঃখকে মোকাবেলা করে সুখী হওয়া যায় না।
দুঃখকে মেনে নিয়ে সুখী হতে হয়।
সুখ আর দুঃখ হলো আলো আঁধারের মতো।
সুখকে খুঁজে নিয়ে, অনুভব করে প্রাণভরে,
দুঃখকে জয় করতে হয়।
সুখময় জীবনে দুঃখ থাকবে,
কিন্তু কখনো তা প্রবল হয়ে উঠবে না।
অপ্রাপ্তির হতাশা গ্রাস করবে না
প্রাপ্তির আনন্দকে।
যদি সুখী হতে চাও, দুঃখকে হজম করে
চেষ্টা করো হতে দুঃখজয়ী।
সুখের অনুপান দিয়ে গলানো যায় না,
এমন কোনো দুঃখ
থাকতে পারে না মানুষের জীবনে।
সুখের তীব্রতা দিয়ে, অনুভবের গভীরতা দিয়ে
নষ্ট করে দাও সব দুঃখের ভাইরাস।
দুঃখ আসবে, থাকবে জীবনে;
কিন্তু হবে না জয়ী, সুখের মোকাবেলায়।
চাই এমনই জীবন হোক তোমার।
সুখের দরজা খোলার চাবিকাঠি তোমারই হাতে।
তুমি তা জানো।
ঘুরে দাঁড়াও, এগিয়ে যাও।
নাগরিক হও আলোকিত ভুবনের।
বিধাতা তোমাকে দিয়েছেন যে সুখের ঠিকানা,
সেটি খুঁজে নাও।
নাও আপন করে নিজেকে। সুখী হও।
উপভোগ করো জীবনের এই অমূল্য উপহার।
দাবি করো অধিকার।
সম্পন্ন করো নিজ দায়িত্ব।
সুখ এসে ধরা দেবে তোমার করতলে,
নিশ্চিত থাকো। প্রশ্রয় দিও না
অযাচিত কোনো দুঃখবোধকে।
ভালো থাকো, প্রিয়তম।