মানুষ মাত্রই প্রকৃতিগতভাবে জীবনের ধারাবাহিকতায় বিশ্বাস করতে বাধ্য। ধার্মিক ব্যক্তিবর্গ নিজেদের সত্তাগত অস্তিত্বের ধারাবাহিকতায় বিশ্বাস করে সচেতনভাবে (explicitly)। ধর্মনিরপেক্ষ ও ধর্মবিরোধী ব্যক্তিবর্গ স্বীয় সত্তাগত অস্তিত্বের ধারাবাহিকতায় বিশ্বাস করে অবচেতনভাবে (implicitly) ও কার্যত। কোনো না কোনো আঙ্গিকে Continuity of life-এর পূর্ব-ধারণা ব্যতিরেকে মানুষের এই জীবন অর্থহীন ও অসম্ভব।
বিস্তারিত জানতে চাইলে দেখুন, ইউটিউব চ্যানেল “যুক্তি ও জীবন” থেকে: