ঝরে যাওয়া স্মৃতির আড়ালে
কত না নতুন ফুল ফুটেছে এখানে
এসবও যাবে ঝরে
অবশেষে শূন্যবাগানে
নতুনের চাষ দিবে বিশ্বমালী
যাদের দেখেছি হাসি-কান্না আর
সুখ দুঃখের মাঝে
জীবনের পূর্ণ অস্তিত্বে
অনেকেই তারা আজ
নেই কোনোখানে
যারা আছে আর
নতুন যারা এসেছে এখানে
তারাও থাকবে না জানি
একদিন সময়ের ব্যবধানে
আমিও হবো শুধু স্মৃতি
প্রিয় কিছু হৃদয়ে
নিজেরাও যারা হারাবে একদিন
বিস্মৃতির অতলে
এ পৃথিবী হবে নতুন কিছু মানুষের
শুধু হারানোর অপেক্ষায়
জীবনের বৃত্ত নিত্য আবর্তিত
নতুনের মাঝে
২৯/০৮/২০০০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়