মুছে যাক সব পাপ
অন্যায় অভিশাপ –
গড়ে উঠুক নতুন সমাজ
শুধু আজ এই –
মোদের শ্লোগান মুখর দাবি
দিগন্তের সূচনায় আগুয়ান
মোরা উজ্জ্বল, উচ্ছ্বল –
এক ঝাঁক বিপ্লবী
মোরা আঁধারে আলো দেবো –
দেবো পুরাতনে নতুন
মোরা জীবনে যৌবন দেবো
দেবো অচেতনে চেতন
তাতে –
আসুক জ্বরা, আসুক মৃত্যু
সব বরণ করে নেবো
তবু –
দুঃশাসকের রাস্তায়
অন্তত
রক্তের ব্যারিকেড দেবো।
[আমার ঘনিষ্টতম সুহৃদ শ্রদ্ধেয় আমীর উদ্দীন কাদেরী ভাইয়ের লেখা। প্রকৃত রচনাকাল: ১০ এপ্রিল, ১৯৮৪]