স্বপ্ন দেখি ভবিষ্যতের। এমনকি অতীতেরও।
স্বপ্ন দিয়ে নতুন করে সাজিয়ে তুলি
জীবনের ফেলে আসা ভুল অতীতকে।
স্বপ্ন দিয়ে ঢেকে রাখি জীবনের রূঢ় বাস্তবতাকে। অযাচিত সব দুঃখ ভুলে,
অ-প্রাপ্য শত বঞ্চনার কষ্ট ভুলে,
স্বপ্ন দেখার শক্তি বাঁচিয়ে রেখেছে আমাকে।
আমি এক স্বপ্নবিলাসী, কল্পরাজ্যের বাসিন্দে।
স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন দেখাতে ভালবাসি।
ভালো-মন্দ মিলিয়ে,
জীবনটা আমার কাছে স্বপ্নের মতো সুন্দর। পক্ষ-বিপক্ষ, শত্রু-মিত্র সবাইকে দিতে চাই, যতটুকু পারি
হৃদয়-সিক্ত ভালোবাসা।
স্বপ্নের ফেরি করে বেড়াই, নিশিদিন ক্লান্তিহীন।
স্বপ্ন আছে তাই জীবন আছে।
স্বপ্ন আছে বলেই তো পেয়েছি দুরন্ত সাহস।
মোকাবেলার।
স্বপ্ন আছে বলেই তো আছে
এগিয়ে যাওয়ার সংকল্প কঠিন।
স্বপ্নকে ছুঁতে পারার জন্যেই তো
সব কষ্টকে মাড়িয়ে যাওয়া,
হয়ে উঠা শেষ পর্যন্ত অপরাজেয়।
আমি এক আপদমস্তক স্বপ্ন-সওদাগর।
আমার স্বপ্নের আমি প্রথম ক্রেতা। স্বপ্নের ঘোরের মধ্যেই আমার
কেটে যাচ্ছে কেটে দিনরাত।
স্বপ্নের মায়া, মুগ্ধতার আবেশ আর
সুন্দরের মোহগ্রস্ততা থেকে যারা মুক্ত,
জীবন যাদের স্বপ্ন-বিযুক্ত,
তাদের জীবনে কেবলই বৈষয়িকতা,
তারা এড়িয়ে চলো, অস্বীকার করো আমাকে।
আমি বরং খুশি হবো তাতে।
আমি, যতোটা বাস্তববাদী তারচেয়ে বেশি আবেগী।
অনেক অনেক অনেক বেশি আশাবাদী, এক জীবনবাদী।
আমার কর্তব্যবোধ যতটা শক্তিশালী,
তারচেয়ে ঢের বেশি
আমার ভালোবাসার তাড়না।
স্বপ্নে দেখি তাদের, যারা নাই হয়ে আছে
আমার অস্তিত্বের সাথে মিশে।
স্বপ্ন দেখি তাদের নিয়ে, যারা আসেনি এখনো
স্বপ্ন আর আবেগ ভাঙ্গা-গড়ার
এই জীবনের রঙ্গমঞ্চে।
এখানে, স্বপ্নটাই যেন একমাত্র বাস্তবতা।
স্বপ্ন দেখি এক অনাবিল সুন্দর জীবনের।
স্বপ্ন দেখি অকলুষ এক ভবিষ্যতের।
স্বপ্ন দেখি, হয়ে যাবে সাক্ষাৎ, নির্ঘাত একদিন,
পরম প্রিয়জনের সাথে।
স্বপ্ন দেখি, যখন নাই হয়ে যাবো,
হারিয়ে যাবো নক্ষত্রের ওপারে,
মিশে যাবো মাটিতে, তখনও থাকবো আমি বেঁচে,
প্রিয়জনের স্মৃতিতে, নতুন কোনো অবয়বে।
অবচেতনের দীর্ঘ নিদ্রা ভেঙ্গে, অবশেষে একদিন উঠে দাঁড়াবো মাটির বিছানা হতে।
এরপর এগিয়ে যাবো জীবনের অন্তহীনতার পথে।
এই স্বপ্ন আমার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা,
বেঁচে থাকার সবচেয়ে বড় প্রেরণা। আসলে, স্বপ্নই জীবন। কিংবা,
জীবন যেন এক মধুরতম স্বপ্ন।