কেউ নেই, কিছু নেই, শুধু আছো তুমি।
তুমি থাকলেই মনে হয়
সবকিছু আছে। তোমাকে দেখলেই মনে হয়,
এরচেয়ে ভালো দৃশ্য অকল্পনীয়।
এত নারী দেখি, কত সুন্দর তারা
ঠিক যেন পুতুলের মতো, প্রাণহীন।
তোমার যে সজীবতা, তোমার যে সুন্দর মন,
তোমার যে সংবেদনশীলতা,
সেটা তো দেখি না, পাই না তাদের মাঝে।
তুমি হলে রক্ত-মাংসে গড়া আপদমস্তক এক শুদ্ধ নারী।
অন্যরা সব খোদাই করা সুন্দর মনূষ্য মূর্তি।
বলো, আমি কাকে পছন্দ করবো?
ভাস্কর্য হোক যতই সুন্দর,
জীবন্ত মানুষ সুন্দরতর।
অন্য নারীরা, হোক তারা,
ছাঁচ, মাপে, রং আর গড়নে সুন্দ-র
কিন্তু মনের দিক থেকে,
ভালোবাসার দিক থেকে
তুমি শ্রেষ্ঠ, প্রিয়তম।
তোমার তুলনা সে তুমি নিজে।
আমার দৃষ্টিতে তুমি অতুলনীয়া অনন্যা,
তুমি আমার প্রিয়তমা।

যখনই আমি কোন নারীকে দেখি,
তোমার বয়সের,
তার সাথে আমি তোমার তুলনা করি।
দেখি, তোমার ধারে কাছে কেউ নাই।
দেখি, কেউ তারা নয় ততটা আকর্ষণীয়া,
যতটা দুর্নিবার, আগ্রাসী তুমি তোমার রূপের শিখা।

 

ফেইসবুক লিংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *