গতকাল ভোর রাতে চবি ক্যাম্পাসস্থ এসই-২৮ নং বাসার নিচতলার রুম হতে আমার আইপ্যাড ও স্মার্টফোনটি চুরি হয়ে যায়। ল্যাপটপটি লাঠির আগায় রশির ফাঁস লাগিয়ে বের করার প্রাক্কালে আমার ঘুম ভেংগে যায়। চোরেরা ঘরের মূল দরজার হ্যাজবোল্ড বাহির হতে বন্ধ করে দিয়েছিলো।
সিম তোলার আগ পর্যন্ত আমাকে সেলফোনে পাওয়া যাবে না। নাম্বারগুলোর কোনো ব্যাকআপও নাই। প্রায় তিন বৎসর আগে ক্রয় করার পর থেকে এই ট্যাবটি আমার সাথে সব সময় থাকতো।
৫/৬ কিলোমিটার দূরত্বে নিজেদের বিল্ডিং থাকার পরও খোলামেলা পরিবেশ ও নিরাপত্তার জন্য গত বিশ বছর হতে বিশ্ববিদ্যালয়ের বাসায় থাকি। বুঝতে পারছি না কীভাবে কী হলো বা আমার কী করণীয় আছে…! পুলিশ কেইস করবো না। অবশ্য কর্তৃপক্ষকে জানিয়েছি। উনারা সবাই এসে দেখে গেছেন। এভাবে চললে, কদিন পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকাতির ঘটনা ঘটাও অসম্ভব কিছু নয়।