এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
এইভাবে আমাদের
প্রিয় সব সান্নিধ্য
একে একে নাই হয়ে যায়।
যা কিছু হারায়
কখনো কখনো তা
চিরতরেই চলে যায়।
ফিরে আসেনা আর।
মাঝে মাঝে মনে হয়,
জীবন যেন এক
প্রিয় বঞ্চিত
স্মৃতির কারাগার।
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…
স্বপ্ন দেখি মৃত্তিকা সংলগ্ন জীবন, আজীবন। চাই, সব সময় থাকতে মাটি ও মানুষের সাথে। চাই না প্রযুক্তিনির্ভর কৃত্রিম জীবন।…
না, প্রতারিত হতে কারো এতটুকু ভালো লাগে না। তবুও যখন বুঝতে পারি, প্রতারিত হয়েছি; নিজের বোকামি দেখে তখন নিজেই…
যখন স্বপ্ন ছিল নিবিড়, স্বল্পতা ছিল সামর্থ্যের, কিন্তু ভালোবাসা ছিল নিখাদ। ছিলো আস্থা অবারিত, ছিলো নির্ভরতা অগাধ। কতো শুদ্ধ…
কেউ কেউ শিক্ষক, অনেকেই শিক্ষা কর্মকর্তা। কেউ কেউ গবেষক, অনেকেই গবেষণা ব্যবসায়ী। কেউ কেউ বিদ্যার্থী, অনেকেই কেবল চাকুরিপ্রার্থী। পণ্যায়নের…
বিশ্বাস ছুঁয়ে যায় মানুষের হৃদয়, প্রবলতর প্রতি-বিশ্বাস শুধু মুছতে পারে বিশ্বাসের ছায়া। হোক জ্ঞান, যুক্তি অথবা নির্বুদ্ধিতা, কুযুক্তি এককথায়…