সাক্ষাতে আর ফোনে কয়েকজন নিতান্ত আপন সুহৃদ বন্ধুজনের সাথে কথা হলো আজ। সংক্ষিপ্ত অথবা বিস্তারিত। কিন্তু মন খুলে। নিতান্ত অপ্রত্যাশিতভাবে। সে হিসেবে আমার আজকের দিনটা কেটেছে নির্মল আনন্দে। ভালো লাগার অপার্থিব অনুভবে। আলহামদুলিল্লাহ।

আমি জীবনবাদী। যে কোনো পরিস্থিতিতে জীবনকে উপভোগ করি। সময়কে কাজে লাগাই, আমার মতো করে। ভালো লাগে সবকিছু। কোনো কাজই কখনো বিরক্তি নিয়ে করতে হয় না। একাকীত্ব আর মানব-সঙ্গকে এনজয় করি সমানতালে।

বৈশ্বিক মহামারীর এই সময়ে কোরবানীর ঈদ পর্যন্ত বাঁচবো কিনা, শংকায় ছিলাম। এখন আশাবাদী, সপ্তাহ দুয়েক পরে ৫৫তম জন্মবার্ষিকী উদযাপন করতে পারবো, ইনশাআল্লাহ।

লিখেছিলাম বহু আগে,

বেঁচে থাকার আনন্দে বিভোর।
না পাওয়ার কষ্ট নিয়ে ভাবিত হওয়ার
সময় কোথায়?

জীবন মানেই এগিয়ে চলা
সুখে আর দুঃখে,
ভালো মন্দ মিলেমিশে, অবশেষে
হয়ে যায় একাকার।
জীবনের অনাবিল রঙে শেষ পর্যন্ত
সব বিবর্ণ ধূসর
হয়ে ওঠে অনাবিল রঙিন;
রাত্রি-দিন প্রতিটি মুহূর্ত
হয়ে ওঠে সুন্দর,
যদি থাকে শুধু
জীবনকে সুন্দর করে দেখে,
দুঃখকে হজম করতে পারে
এমন একটি মন।

পোস্টটির ফেইসবুক লিংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *