কিছু বেসিক পয়েন্ট:
পর্যবেক্ষণ:
১. পরিবার মাত্রই একটি একক ধারণা।
২. যৌথ পরিবার প্রথার প্রধান কারণ অর্থনৈতিক।
৩. উত্তরাধিকার বণ্টন ব্যবস্থা ‘এক ধরনের’ যৌথ পরিবার ব্যবস্থাকে সমর্থন করে।
৪. বাবা-মা’র ভরণ-পোষণ ও সেবা-শুশ্রষার দায়িত্ব থেকে কি বিবাহিত নারী-সন্তান মুক্ত?
৫. বউ বা শাশুড়ি হিসেবে একজন নারী কেন ও কোন পরিস্থিতিতে নিবর্তক হয়ে উঠে?
পরামর্শ:
১. মানবিক আত্মমর্যাদা নিয়ে প্রত্যেক পক্ষকে সচেতন করা।
২. যার যার প্রাপ্যতা ও অধিকারকে সামাজিক প্রচলনের পরিবর্তে চিরন্তন মানবিক মূল্যবোধের আলোকে নির্ধারণ করা।
৩. একতরফাভাবে নারীবাদ সমর্থন বা বিরোধিতা হতে বিরত থাকা।
৪. প্রত্যেক নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিংবা ন্যূনতম মানে হলেও সমর্থনসম্পন্ন হিসেবে গড়ে তোলার উপযোগী সামাজিক ব্যবস্থা গড়ে তোলা।
৫. নারী অধিকার প্রসংগে (১) নিবর্তনমূলক পুরুষতন্ত্রের বিরুদ্ধে, (২) উগ্র নারীবাদের বিরুদ্ধে ও (৩) নারী-পুরুষ উভয় শ্রেণীর বৃহদাংশের সুবিধাবাদিতার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা।