“মাত্র কয়েকদিন আগেই আমেরিকার কিছু বিজ্ঞানী অভূতপূর্ব সাফল্যের ঘোষণা দিয়ে বসল। বিবিসি সংবাদের শিরোনামটি ছিলো এরকম– Artificial life break through announced by scientist। কিছু বিজ্ঞানী কৃত্রিম জিনোম (genome) সৃষ্টির মাধ্যমে কৃত্রিম জীবন সৃষ্টির কাছাকাছি পৌঁছার আভাস দিলো। এই সংবাদ পরিবেশন হওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী বিজ্ঞান জগতে এক তোলপাড় শুরু হয়ে গেছে। বিশ্বের বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স এক্সপ্রেস (Science express)’-এর ২০ মে সংখ্যায় একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। ক্রেইগ ভেন্টার (Craig Venter), একুশ শতকের একজন অন্যতম জিনোম বিজ্ঞানী, এই কৃত্রিম জিনোম আবিস্কারের জনক।
… ব্যাকটেরিয়া খুবই সহজ এবং মাত্র একটি জিনোম বহন করে। সেক্ষেত্রে মানুষ বহন করে ২৩ জোড়া ক্রোমোজোম, যা খুবই দীর্ঘ এবং জটিল। মানুষের জিনোমে এত বেশি তথ্য আছে যা কৃত্রিমভাবে তৈরি করা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হচ্ছে। কিন্তু প্রযুক্তির উৎকর্ষের কাছে এক সময় হয়তো হার মানতে হবে।
ক্রেইগ ভেন্টারের দল অবশ্য দাবি করেছে, এই প্রযুক্তি বায়োফুয়েল, বিভিন্ন রোগের টিকা, ফার্মাসিউটিক্যাল সামগ্রী, পরিস্কার পানি তৈরি এবং খাদ্য সামগ্রী তৈরির ক্ষেত্রে আমূল পরিবর্তন করে দিবে। কিন্তু এর পাশাপাশি অনেক অনৈতিক আবিস্কারের পথ খুলে যাবে। অনেক সমালোচক বলেছেন, ক্রেইগ ভেন্টার এবং তার সহযোগীরা স্রষ্টার সাথে খেলছে (Playing God) এবং মানুষের উচিত হবে না নতুন জীবন সৃষ্টি করার কোনো প্রযুক্তি নিয়ে কাজ করা। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম এর শেষ কোথায় সেটি দেখার জন্য।”
সূত্র: সোনার বাংলাদেশ ম্যাগাজিন (আর্কাইভ লিংক)
*****
বিষয়টি খুব সম্ভবত আপনারা আগেই পত্রিকায় দেখেছেন। দর্শনের ছাত্র হওয়া সত্ত্বেও আমি প্রায়ই অকপটে স্বীকার করি, একুশ শতক হলো জীববিজ্ঞানের বিশেষ করে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যুগ।
এসব আবিষ্কারের সাথে ইসলামকে সাংঘর্ষিক করে তোলার দরকার নাই। প্রকৃতিই হচ্ছে সকল আবিষ্কারের মূল ভিত্তি। মানুষের আবিষ্কারের মাধ্যমে স্রষ্টার ভূমিকা ম্লান হওয়ার কোনো কারণ নাই।
আমাদের দেখার বিষয়, মানুষকে আল্লাহ কতটুকু এখতিয়ার দিয়েছেন। নবতর আবিষ্কারের মাধ্যমেই জানা যাবে মানুষের ক্ষমতা কতটুকু। মানুষের ক্ষমতা যতটুকুই হোক না কেন, তা আল্লাহর দেয়া (অ-আস্তিকদের মতে ‘প্রকৃতির’ দেয়া)।
মানুষ যে যন্ত্র বানায়, মানে অজৈব যা কিছু বানায়, তা তো ‘প্রাণ’ আবিষ্কারের মতোই। কোরআন শরীফে জায়গায় জায়গায় বলা হয়েছে, ইসলামী দর্শন মোতাবেক ‘সব’ কিছুরই প্রাণ আছে। সব কিছু আল্লাহর তাসবীহ করে। এমনকি অ-পদার্থ যা, তাও সত্তাসম্পন্ন জীবন্ত। যেমন– মানুষের ‘আমল’ কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে।
সাধারণভাবে বলা যায়, মানুষকে আল্লাহ সৃষ্টির ক্ষমতা দিয়েছেন। এর ক্ষেত্র ও সীমা হলো নির্ধারণ করার বিষয়। আমার পেশাগত বিষয় ‘দর্শনের’ দিক হতে কৃত্রিম জিনোম সৃষ্টিকে আমি যৌক্তিকভাবে সম্ভবপর হিসাবে পাই। খৃষ্টবাদের মতো সবকিছুতে ‘গেলো গেলো’ রব তোলা, ‘অনুমোদন নাই’ বলে খামাকা চিৎকার তোলা অর্থহীন। যা কিছুর প্রতিবাদ করা হবে, তাকে কী বলা হচ্ছে তা আগে বুঝতে হবে।
অবুঝদের অর্থহীন ধর্ম রক্ষার জিহাদে আমি নাই।
আর সায়েন্স ফিকশন মুভিগুলোতে এ সম্পর্কে যা কিছু দেখায়, সেগুলো নিছক গল্প মাত্র নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্বল এআই বনাম সবল এআই। সায়েন্স ফিকশন মুভিতে যা কিছু দেখানো হয়, তা সব সবল অর্থে এআই। বাস্তবে বিজ্ঞান এখনো সবল এআইয়ে পৌঁছতে না পারলেও অদূর ভবিষ্যতে তা পারবে– এ কথা মানতে আমার দ্বিধা নাই।
সর্বশেষ, আমাদের এ কথা মানতেই হবে, ইসলাম ও বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দিলে প্রথমেই আমাদের সংশ্লিষ্ট ‘বিজ্ঞান’ ভালো করে অবজেক্টলি বুঝতে হবে। এতে দ্বন্দ্ব না মিটলে ‘দ্বীন’কেও যথাযথভাবে অধ্যয়ন করতে হবে। কারণ, নীতিগতভাবে বিজ্ঞানের সাথে ইসলামের অমিল হতে পারে না। কারণ, এতদুভয়ের উৎস একই– তাহলো সজ্ঞা।