আমি যখন ঘুমাই তখন আমিই চিন্তা করি। যেমন করে আমি জেগে থাকতে চিন্তা করি।
যখন আমি জাগ্রতাবস্থায় চিন্তা করি তখন আমার সচেতন সত্তা চিন্তা করে। যখন আমি ঘুমন্ত অবস্থায় থাকি তখন আমার সাবকনশাস বা আনকন্সাস মাইন্ড একটিভ থাকে।
‘যখন আমি ঘুমাই তখন কে চিন্তা করে?’ – এই প্রশ্নটির প্রিসাপোজিশন হচ্ছে, আমি মানে শুধু আমার সচেতন সত্তা। এটি ভুল। প্রকৃত বাস্তবতা হচ্ছে, আমাদের সচেতন সত্তার পিছনে থাকে আমাদের অবচেতন ও অচেতন সত্তা।
এমনকি আমাদের চেতনার স্তর সংখ্যা তিনটি না হয়ে বস্তুজগতের ইলেভেন ডাইমেনশনের মতো ইলেভেন স্টেজেরও হতে পারে।
আমাদের চেতনা-কাঠামোর যে কোনো গভীরতর স্তরের অব্যবহিত উপরের অংশকে সমর্থন যোগায় এবং নিয়ন্ত্রণ করে। এভাবে চেতনার গভীরতম অবস্থান থেকে সারফেস লেভেলে যা কিছু আছে, তার সবকিছু নিয়ে সামগ্রিকভাবে আমি এক পূর্ণ ব্যক্তিসত্তা।
এই সারফেস লেভেলের আমি হচ্ছি পূর্ণ সচেতন আমি। চেতনার নিম্নতর বা গভীরতর পর্যায়ে যে আমি, সে আমিও মূলত আমি-ই। তবে পূর্ণ সচেতন অবস্থার তুলনায় কিছুটা ভিন্নতর আমি।
আরেকটা কথা বলতে হয়। যখন আমরা জেগে থাকি তখনও কিন্তু আমরা পুরোটা সময় পূর্ণ সচেতন থাকি না। বলা যায়, দিন রাত ২৪ ঘণ্টার মধ্যে আমরা পূর্ণ সচেতন থাকি এমনকি চার ঘণ্টারও কম সময়।