কামনা আর ভালোবাসার পার্থক্য

আইন ও সমাজের অনুমোদন না থাকার কারণে,
কিংবা অন্য কোনো কারণে ভালোবাসার নারীটির যখন থাকে না তেমন আগ্রহ,
তখন কোনো সক্ষম পুরুষ যদি ভুলে যায় ‌‘ওসব কিছু’র কথা,
অথচ সেই নারীটির সান্নিধ্যকে তার তখনো মনে হয় এক অমূল্য পাওয়া,
তাহলে নিশ্চিত বলা যায়,
পুরুষটি সত্যিকারভাবে ভালোবাসে সেই নারীটিকে।
নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের ভালোবাসা, যৌনতাকে অতিক্রম করে যায়।
সত্যিকারের ভালোবাসা যৌনতানির্ভর নয়। বরং এতে থাকে মানসিক তৃপ্তি। থাকে পূর্ণতার অনুভব।
কামনা আর ভালোবাসার এই পার্থক্য অনেক পুরুষ বুঝতে পারে না।
স্থূল রুচির পুরুষেরা নারীদেরকে দেখে নিছক কামনার দৃষ্টিতে।
বিবেচনা করে পুতুলের মতো অনুভূতিহীন, সংসারের প্রয়োজনীয় আসবাবপত্রের মতো ভোগ্যপণ্য হিসেবে।
দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যৌনতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলেও
সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে এটি মুখ্য বিষয় নয়, বরং একটি প্রাসঙ্গিক ব্যাপার।
মানবিক বন্ধনের ভিত্তি হলো সহমর্মিতা। যৌনতা এখানে একটি অন্যতম অনুষঙ্গ।
ইংরেজিতে ফুলফিলমেন্ট বলে একটা কথা আছে। সত্যিকারের ভালোবাসায় এটি লক্ষ্য হিসেবে কাজ করে। শরীরী সাহচর্য যেখানে উপলক্ষ্য মাত্র।
ভালোবাসা মানুষের জীবনে পূর্ণতা এনে দেয়।
পারিবারিক, সামাজিক বা অন্য কোনো ধরনের সম্পর্ক না থাকা সত্ত্বেও দুজন
নারী ও পুরুষের মধ্যে যখন এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে তখন এটি অস্বীকার করার মানে হয় না যে যৌনতা হলো তাদের এ বিশেষ সম্পর্কের ভিত্তি, লক্ষ্য বা মূল আকর্ষণ।
এ ধরনের সম্পর্ক হতে পারে কামনার সম্পর্ক, হতে পারে অবৈধ সম্পর্ক কিংবা বৈধ দাম্পত্য সম্পর্ক, অথবা যে কোনো কিছু।
কিন্তু তা যদি হয় ভালোবাসা,
যদি দাবি করা হয় সম্পর্কটি হলো সত্যিকারের ভালোবাসার, তাহলে সেটি যৌনতাকে অতিক্রম করে যাবে।
ভালোবাসার নারীর কাছে একজন প্রেমিক পুরুষ অযাচিতভাবে পুরুষ হয়ে উঠবে না।
ভালোবাসার নারীর কাছে সে সব সময়ে একজন নির্ভরযোগ্য মানুষ হিসেবে থাকবে।
সহমর্মিতা হবে তাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তি। পারস্পরিক আস্থা হবে তাদের সম্পর্কের মূল ভিত্তি বা চালিকাশক্তি

 

কামনা আর ভালোবাসার এই যাচাই-সূত্র দিয়ে হে তরুণেরা, তোমরা নিজেদের যাচাই করে নাও।
মেপে দেখো, তোমাদের ভালোবাসার দাবি কতটুকু খাঁটি।
‌‘ভালোবাসার মানচিত্রে’ খুঁজে নাও নিজের অবস্থান।
না, নারীর সাথে পুরুষের সম্পর্ক ভালোবাসার সম্পর্কই হতে হবে এমন কোনো কথা নেই।
যেমন, দাম্পত্য সম্পর্ক হলো কিছু সুনির্দিষ্ট দায়িত্ব পালন এবং অধিকার আদায়ের বিষয়।
এসব বিষয়ে এর আগেই আমি কথা বলেছি। তাই এখানে আর নতুন করে কিছু বলছি না।
ভালোবাসা হওয়া না হওয়া, বিশেষ করে তা যদি হয় সত্যিকারের ভালোবাসা, সেটা নিয়ে খুব একটা ভাবিত হবার কিছু নাই।
সেটি হলে ভালো। না হলেও চলে।
যা চলে না, তা হলো প্রতারণা।
আমার এই কথাটা মনে রাখবে,
‌‘চুক্তি করে ভালোবাসা যায় না;
চুক্তি করে শান্তি পাওয়া যায় না; প্রেমের কোনো চুক্তি হয় না।’
ভালোবাসা গড়ে ওঠে অবচেতনে।
ভালোবাসার সম্পর্ককে যদিও গড়ে তুলতে হয় সযতনে।

 

ফেইসবুক লিংক

এ ধরনের আরো লেখা

তোমরা যারা ভালোবাসার নামে সম্পর্ক চর্চা করো

যা হওয়ার নয় তাই যদি হয়ে যায় তাহলে সেটি হলো ভালোবাসা...

Love can’t be made. It grows …

১. ভালোবাসা এক ব্যতিক্রমী সম্পর্ক। কামনা, আকর্ষণ, শ্রদ্ধা কিংবা স্নেহকে আমরা...

মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

প্লিজ, আপনার মন্তব্য লিখুন!
প্লিজ, এখানে আপনার নাম লিখুন

মোহাম্মদ মোজাম্মেল হক
মোহাম্মদ মোজাম্মেল হকhttps://mozammelhq.com
নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।

সম্প্রতি জনপ্রিয়

মেয়েদের চাকরি করা বা না করার সুবিধা-অসুবিধা ও কর্মজীবী নারীদের সংসার জীবনের ভালোমন্দ

“কর্মজীবী মহিলা যারা সংসারে আর্থিক স্বচ্ছলতা আনার জন্য চাকরি...

আমার মতো নন-আলেমদের জন্য পাঠযোগ্য ঈদুল ফিতরের খুতবা

আগামীকাল আমার স্ত্রী, বড় আর ছোট দুই বোন, আমাদের...

নারী অধিকারের দৃষ্টিতে সমতা, ন্যায্যতা ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কাঠামো

নারী আর পুরুষের অধিকার সমান। মানুষ হিসেবে। পরিবারের সদস্য...

তাসলিমা নাসরিনের যৌনতা সম্পর্কে ধ্যানধারণাকে বিকৃত বলছি কেন

দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় আজকে তসলিমা নাসরিন একটা উপসম্পাদকীয়...