জীবনের বাস্তবতা

একদিকে ভরপুর অন্যদিকে শূন্যতা, এই হল আমার জীবনের বাস্তবতা। এক একটা বাস্তবতা যেন একেক ধরনের অর্থহীনতা। প্রায় ছয় দশকের এ জীবন। মনে হয়, এইতো সেদিন। জীবনের একেকটা অধ্যায়, মনে হয় যেন মঞ্চ নাটকের একেকটা পর্ব।

কখনো মনে হয় এইতো জীবন। বেশ সুখের। প্রতিষ্ঠিত, তৃপ্ত, বর্ণময়। ভালোবাসি ফুল। পাখি দেখি সারাক্ষণ আমার আঙ্গিনায়। চড়ে বেড়ায় বাইশটি খরগোশ সারাটা বিকাল জুড়ে।

কখনো আপন মনে উদাস তাকিয়ে থাকি আকাশের দিকে। মনে হয় সব ফাঁকি, ‌‘সব ঝুঁট হ্যায়’! মনে হয় একদিন যা ছিল জীবনের হৃষ্টপুষ্ট বর্তমান, আজকে তা জীর্ণশীর্ণ বিস্মৃত প্রায় ফেলে আসা ব্যক্তিগত স্মৃতি।

আশপাশের লোকদের দিকে তাকিয়ে মনে হয়, এ পৃথিবী আমার নয়। আমার ছিল যে পৃথিবী, সেই পৃথিবী কোথাও নেইকো আর। আমার পৃথিবী আজ অন্যদের পৃথিবী। আমার জীবনটাই শুধু একান্ত আমার আপনার।

যখন মাটি হয়ে যাব তখন কেউ একজন পড়বে হৃদয়ের এই আঁকুতি, আবেগে আচ্ছন্ন হবে, জীবনের পরিণতি জেনে শিউরে উঠবে, এ কথাগুলো ভাবতে কেন জানি আমার খুব ভালো লাগছে। তাই লিখে গেলাম এই কথাটুকু রাত্রি গভীরে।

নাই হয়ে যাওয়ার পরও মানুষ কেন যেন থাকতে চায়, আমিও নই এর ব্যতিক্রম। জীবন এক অনিবার্য বাস্তবতা। জীবনের এই ধারাবাহিকতায় ব্যক্তিজীবনের বিশেষ কোনো মূল্য নাই। অথচ আমরা সবাই বেঁচে থাকতে চাই ব্যক্তি হিসেবে।

এ এক মর্মান্তিক সত্য। জীবনের এই তিক্ততা, এই ভিন্নচিত্র দেখে আমি রীতিমতো আতঙ্কিত।

অনেকের আমি প্রিয়, অথচ এই বন্ধুহীন সময় আমাকে অনেক কষ্ট দেয়। বারেবারে শুধু সেই কবেকার লেখাটার কথা শুধু মনে পড়ে, ‌‘জীবনের পরিণতি অনিবার্য, তবু স্মৃতি তবুও বিস্মৃতি বাঁচিয়ে রাখে আমাদের।’

লেখাটির ফেইসবুক লিংক

পূর্ববর্তী
পরবর্তী

এ ধরনের আরো লেখা

দূর করে দাও কষ্ট অথবা দাও বহিবার শক্তি, হে প্রভু

ঘোর বরিষার কালে এমনটি ঘটে মাঝে মাঝে। হঠাৎ করে কালো মেঘে...

আমার বয়স কত অথবা আর কতদিন বাঁচতে চাই

১৯৬৬ সালের ১৮ আগষ্ট হতে হিসেব করলে ৫৬ পার হলো গতকাল।...

মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

প্লিজ, আপনার মন্তব্য লিখুন!
প্লিজ, এখানে আপনার নাম লিখুন

মোহাম্মদ মোজাম্মেল হক
মোহাম্মদ মোজাম্মেল হকhttps://mozammelhq.com
নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।

সম্প্রতি জনপ্রিয়

মেয়েদের চাকরি করা বা না করার সুবিধা-অসুবিধা ও কর্মজীবী নারীদের সংসার জীবনের ভালোমন্দ

“কর্মজীবী মহিলা যারা সংসারে আর্থিক স্বচ্ছলতা আনার জন্য চাকরি...

ডিভোর্সি নারীদের সমস্যা

কোনো মেয়ের যখন ডিভোর্স হয় তখন সবাই ভাবে, দোষ...

গোপন বিয়ে

গোপন বিয়ে এক বিদঘুটে ব্যাপার। বিয়ে হলো ব্যক্তিগত সম্পর্কের...