আসলেই ‘আসল’ কী? who knows …!

এক স্নেহাষ্পদ তরুণ গবেষক-শিক্ষক-বিজ্ঞানী লিখেছেন:

“আমার জুতাটা নীল, কিন্তু অন্ধকারে এটা কালো দেখায়।”

আমার কমেন্টটা ছিলো নিম্নরূপ:

আপনার জুতাটা “আসলেই” কি নীল?
আসলে কি “নীল” বলে কোনো রং আছে?

মন-নিরপেক্ষ বাহ্যিক বস্তু জগতে আদৌ কি কোনো রং আছে?
কিছু নির্দিষ্ট রাসায়নিক উপাদান ও গঠন ছাড়া?
তথাকথিত রিয়েল ওয়ার্ল্ড কি রংগীন?

আপনার জুতাটা যদিও বা নীল হয়, যত কিছু নীল দেখায়, তা সব কি আসলেই নীল?
যেমন, আকাশ?
নাকি, জুতাটা আসলে “কোনো এক রকমের” যাকে আমি-আপনি “নীল” বলছি, মনে করছি?

নীলত্ব (blueness) কি আসলে বস্তুর মধ্যকার ব্যাপার, না কি, জ্ঞানের কর্তা হিসাবে আমার মনে করার ব্যাপার?
যদি তা আমার নিছক মনে করার ব্যাপার না হয়, তাহলে যে রং কেউ দেখে নাই, তা নীল হয় কি করে?

আসলে আসল বলে কি কিছু আছে?
থাকলে, আসলেই “তা” কী?

না থাকলে, কেন আমরা এরকম একটা ভুল করি?
ভুলই যদি করি, শুদ্ধটা তাহলে কী?
আর শুদ্ধটাই বা “আসলে” কতটুকু শুদ্ধ?

কে জানে …!!! ???

 

ফেসবুক পেজে প্রথম প্রকাশিত

পূর্ববর্তী
পরবর্তী

এ ধরনের আরো লেখা

অনস্তিত্বশীল হবার জন্য অস্তিত্বশীল হতে হয় আগে

পাঠকের প্রশ্ন: ‍“আসসালামু আলাইকুম, স্যার। কোনো কিছুর অনস্তিত্বকে প্রমাণ করা যায়...

মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

প্লিজ, আপনার মন্তব্য লিখুন!
প্লিজ, এখানে আপনার নাম লিখুন

মোহাম্মদ মোজাম্মেল হক
মোহাম্মদ মোজাম্মেল হকhttps://mozammelhq.com
নিজেকে একজন জীবনবাদী সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলসফি পড়িয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের বাড়ি ফটিকছড়ি, চট্টগ্রাম। থাকি চবি ক্যাম্পাসে। নিশিদিন এক অনাবিল ভবিষ্যতের স্বপ্ন দেখি। তাই, স্বপ্নের ফেরি করে বেড়াই। বর্তমানে বেঁচে থাকা এক ভবিষ্যতের নাগরিক।

সম্প্রতি জনপ্রিয়

ক্রিটিকাল থিংকিং কী, কেন ও কীভাবে

জীবন থেকে নেয়া একটা কথা দিয়ে শুরু করি। মানুষ...

ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ: একটি প্রস্তাবনার খসড়া

বাংলাদেশ নামের এ ভূখণ্ডে ইসলামের বিধানের আলোকে একটি ইনসাফপূর্ণ...

‘অভিনয় প্রসঙ্গে ইসলামী দৃষ্টিভঙ্গি’: আমার কথা

লেখাটা দীর্ঘ, তথ্যবহুল ও এপলজেটিক। এবং সে অর্থে অপূর্ণ।...