জ্ঞান হলো এমন ‘জিনিস’ যার কোনো ধ্বংস নাই। এটি অবশ্যম্ভাবী (necessary)। যখন আপনি কোনো বিষয়ে না জানার দাবী করেন, তখন আসলে সংশ্লিষ্ট বিষয়ের কোনো দিক সম্পর্কে না জানার কথা বলেন। কোনো কিছু সম্পর্কে শুন্য-জ্ঞান বা পুরোপুরি অজ্ঞানতা নিয়ে সে বিষয়ে কোনো প্রশ্ন করা বা ‘বিষয়’টি না জানার দাবী করা স্ববিরোধী ও অসম্ভব ব্যাপার। প্রতিটা প্রশ্নের মধ্যেই কিছু না কিছু উত্তর নিহিত থাকে। এর বিপরীতে, প্রতিটা উত্তরই কোনো না কোনো প্রশ্নের জন্ম দ্যায়।
আপনি যখন বলেন, “…. জানি না।” তখন আপনি অন্তত এতটুকু জানেন যে, আপনি জানেন না। এই দৃষ্টিতে liar paradox এর মতো জ্ঞানকেও প্যারাডক্সিক্যাল অর্থে অবশ্যম্ভাবী হিসাবে মনে হয়।