আজকের থার্ড ইয়ার ভাইভার মাধ্যমে সব ইয়ারের সব পরীক্ষা শেষ হলো। এখন নতুন ইয়ারে ক্লাসের পালা। শুধুমাত্র আউটগোয়িং ফাইনাল ছাড়া। দীর্ঘ স্টুডেন্ট লাইফ পার হয়ে তারা এখন কর্মজীবনের দ্বারে উপনীত। ওইসব সুন্দর সুন্দর ছেলেমেয়েদেরকে আর দেখবো না, ভাবতে খারাপ লাগছে।
প্রতি বছরই এমন বেদনাঘন সময় আসে। একেকজন ছাত্রছাত্রী যেন একেকটি ‘ছাও-পোনা’…! কীভাবে তারা দ্রুত সিনিয়র হয়ে উঠে…! হঠাৎ করে একদিন বিদায়ী বক্তব্য দিতে বিদায়বরণ অনুষ্ঠানের ডায়াসে গিয়ে দাঁড়ায়। অটোগ্রাফের জন্য ডায়েরি বাড়িয়ে দেয়! ক্লাসের সবচেয়ে অনিয়মিত ‘ফাঁকিবাজ’ ছাত্র বা ছাত্রীটার জন্যও, কেন জানি অনেক মায়া হয়।
বিদেশের মতো আমাদের ছাত্রছাত্রীরা তো আর নিজের পয়সায় পড়ে না। গার্ডিয়ানের কষ্টার্জিত অর্থে তারা পড়াশোনা করে। অনেকেই বেশ কষ্টে শিক্ষাজীবনের এই সর্বোচ্চ পর্যায়টাকে পেরিয়েছে। জানি। খোঁজ না নিলেও বুঝতে পারি। তারা আমাদের তত্ত্বাবধানে এসে কী শিখলো, কতটুকু শিখলো, কে জানে…!
যে ডিপার্টমেন্টে বলতে গেলে কোনো প্রকার এক্সট্রা-একাডেমিক তৎপরতা নাই, স্টুডেন্টদের ন্যূনতম সুবিধাও নাই, অনেক সহকর্মীরই ছাত্রদের প্রতি দায়বোধ নাই, সেই ডিপার্টমেন্টের জন্যই, সেই সহপাঠী ও শিক্ষকদের জন্যই তাদের খারাপ লাগে, মন কাঁদে। আজীবন তারা ছাত্রজীবনের এই সোনালী সময়ের স্বপ্ন দেখে। স্মৃতি কাতর হয়…! ভাবতে অবাক লাগে!
এই বিভাগের প্রাক্তন ছাত্র হিসাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও প্রায় অনুরূপ। পার্থক্য হলো, তখন জাঁদরেল সব শিক্ষক ছিলেন। তাঁরা সবাই যে নিয়মিত ক্লাস নিতেন, এমন নয়। কিন্তু যখন ক্লাসে আসতেন তখন আমরা যেন একটা ঘোরের মধ্যে সময় কাটাতাম। শিক্ষকতা জীবনের অন্তত প্রথম দশ বছর আমি প্রায় প্রতিটা ক্লাসের আগে প্রস্তুতিকালীন সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রজীবনের ক্লাসনোট-ডায়েরিটা দেখে নিতাম।
যা হোক, যারা নতুন ইয়ারে নতুন নতুন সব কোর্স হতে জানার আগ্রহ নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছো, আমরা, অন্তত আমি নিজে কী পড়াবো তা ভেবে সত্যিই উৎকণ্ঠিত! এই ক্লাসভীতি আর সংকোচের কারণে প্রত্যেক বৎসর আমি অন্যদের তুলনায় কিছুটা দেরিতে ক্লাস শুরু করি। তারপরও তো ক্লাসে যেতে হবে। চাকরী তো…। স্টুডেন্ট হিসাবে আপনাদের সুবিধা হলো, আপনারা কোনো প্রিপারেশান ছাড়াই ক্লাসে আসতে পারেন। কিন্তু মাস্টার হিসাবে আমাদের তো রক্ষা নাই। ভাগ্যিস আপনারা প্রায় সবাই প্রায় সবসময়েই, মাশাআল্লাহ, বরযাত্রীর মতো ক্লাসে শুধুমাত্র হাজিরা দিতে আসেন…।