মাল্টিমিডিয়া স্ট্রিট শো হতে পারে আমাদের নতুন ধরনের একটা সাংস্কৃতিক উপস্থাপনা। আমি নিশ্চিত, এটি বেশ কার্যকরী হবে। বর্তমানের সর্বাত্মক সাংস্কৃতিক আগ্রাসনের এই যুগে রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়ক ও নির্দোষ বিনোদনমূলক মাল্টিমিডিয়া শো’র মাধ্যমে আমরা অত্যন্ত দ্রুত জনগণের কাছে আমাদের ম্যাসেজ পৌঁছে দিতে পারবো।
যা লাগবে
সারাদেশকে একেকটা অঞ্চলে ভাগ করে প্রতিটা অঞ্চলের জন্য কমপক্ষে দুটি করে সেট তৈরি করতে হবে। প্রতিটি সেটে যা থাকবে–
১. একটা মাঝারি সাইজের ট্রাক ও একটা মাইক্রোবাস বা কার।
২. বড় আউটডোর স্ক্রিনসহ একটা ৪৫০০ হতে ৫২০০ লুমেনের প্রজেক্টর।
৩. মাইক্রোফোন সহকারে একটা কমপক্ষে এসপি-৩ মানের সাউন্ড সিস্টেম।
৪. একটা ল্যাপটপ বা ডিভিডি প্লেয়ার।
৫. বিদ্যুৎ সরবরাহের জন্য আইপিএস বা ব্যাটারি।
৬. প্রয়োজনীয় সংখ্যক বইপত্র।
৭. কমপক্ষে একটা ভিডিও ক্যামেরা।
কাজটা যেভাবে হবে
আমাদের স্থানীয় লোকদেরকে আগেভাগে অবহিত করে, স্থানবিশেষে ঘোষণা দিয়ে বা না দিয়ে একটা অত্যন্ত ভালো মানের ফিল্ম বা ডকুমেন্টারি বা টিভি প্রোগ্রাম বা অন্ততপক্ষে সাঈদী সাহেবের ওয়াজের মতো কোনো কিছু মিনিট্রাকের সামনের দিকে স্থাপিত বড় পর্দায় দেখানো হবে। সাউন্ড বক্সগুলো ট্রাকের উপরে থাকবে। ট্রাকের পেছন অংশে পাটাতনের উপর প্রজেক্টর বসানো থাকবে। ব্যাটারিসহ সবকিছু ট্রাকের উপরে থাকবে। ট্রাকের দু’পাশ ও পেছনের ডালা নামানো থাকবে। ডালাগুলোতে ও এগুলোর অব্যবহিত উপরে তাক সাজানো থাকবে যাতে বিভিন্ন বইপত্র ও ডিভিডি প্রদর্শনী, বিক্রয় ও বিতরণের জন্য রাখা হবে। প্রদর্শনী ১৫-২০ মিনিট হতে সর্বোচ্চ এক ঘন্টা চলবে। প্রদর্শনীর শুরু বা শেষ কিংবা উভয়ভাগে সংক্ষিপ্ত বক্তব্য হবে। পুরো প্রক্রিয়াটি ভিডিও করা হবে। এতে সর্বমোট ৪/৫ জন লোকের দরকার হবে। এসব অনুষ্ঠান কনভেনিয়েন্টলি যে কোনো সময়ে হতে পারে।
নিরাপত্তা সমস্যা
ইসলামী আন্দোলন বললেও বর্তমান সংগঠনকাঠামোতে সবকিছুকে রাজনৈতিকীকরণের কারণে ও কেন্দ্রনির্ভর সংগঠনব্যবস্থার ফলে এ মুহূর্তে এ ধরনের কোনো আয়োজনে এলাকাভেদে বিভিন্ন মাত্রার নিরাপত্তা সংকট দেখা দিতে পারে। আমার প্রস্তাব হচ্ছে যেখানে যেখানে সম্ভব সেখানে আমরা এটি সীমিত আকারে করতে পারি। নাট্যদল গঠন, আবৃত্তি ও সাহিত্য সংগঠন গড়ে তোলা, টিভি স্টেশন ও মিডিয়া হাউজ প্রতিষ্ঠা ইত্যকার প্রচলিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও প্রভাব বিস্তারের চেষ্টা করার পাশাপাশি ব্যাপকভাবে মাল্টিমিডিয়া স্ট্রিট শো’র মতো ব্যতিক্রমী সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী আন্দোলনকে ঘিরে একটা সাংস্কৃতিক আবহ তৈরি করা সম্ভব হবে। রাজনীতির মাধ্যমে ক্ষমতা হাতে নিয়ে সংস্কৃতিসহ সবকিছু করার যে ঐতিহাসিক ভুল থিসিস, এটি পরিত্যাগ করে এমন ধারায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যেন তা একাধারে রাজনৈতিক, সমাজ-সহায়তামূলক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় গড়নের হয়। যারা রাজনীতি করবে তারা বাহ্যত স্বতন্ত্রভাবেই কাজ করবে। যারা ধর্মীয় তথা দ্বীনি দিক আঞ্জাম দিবে তাদেরকে সেদিকেই মনোবিবেশ বা ফোকাস করতে হবে। আর যারা সংস্কৃতি নিয়ে কাজ করবে তারা এর পাশাপাশি সমাজসেবা ও ইন্টেলেকচুয়াল ক্ষেত্রেও প্যাকেজ বা ককটেল হিসাবে কাজ করবে বা করতে পারবে। সামাজিক-সাংস্কৃতিক-বুদ্ধিবৃত্তিক এই প্যাকেজ-প্রোগ্রামে কোনো প্রকারে রাজনীতি ঢুকানো যাবে না। বলা বাহুল্য, এসবই হবে ইসলামকে একটা সামাজিক মতাদর্শ হিসাবে বিবেচনা করে। এলাকাভেদে ইসলামকে প্রকাশ্যে আনা হবে অথবা হবে না।
উদ্দীষ্ট লক্ষ্য বা টার্গেট গ্রুপ
এই ধারার লক্ষ্য হলো চলমান রাজনৈতিক বিরোধকে এড়িয়ে দেশের মধ্যে ইসলামের পক্ষে একটা সাংস্কৃতিক গণজাগরণ সৃষ্টি করা। আমার ধারণায় কিছু কট্টর বিরোধিতাকারী ছাড়া দেশের অধিকাংশ মানুষ এটিকে সমর্থন করবে। এর পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা সারা দেশে স্বতন্ত্র টিভি নেটওয়ার্ক গড়ে তুলতে পারি। যাতে খুব খারাপ চ্যানেলগুলোকে বাদ দিয়ে চ্যানেল ডিস্ট্রিবিউট করা হবে।
চ্যানেল ডিস্ট্রিবিউশান নেটওয়ার্ক ও সিনেমা হল বানানো
আমি স্বপ্ন দেখি, দেশের প্রথম থ্রিডি সিনেমা হলটি ইসলামী আন্দোলনের কোনো লোক স্থাপন করবে। ক্রমান্বয়ে দেশের সব ভালো ভালো প্রেক্ষাগৃহগুলো পরিচিত ইসলামী লোকদের মালিকানায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত হবে। এটি অসম্ভব মনে হলেও এ ছাড়া কোনো গত্যন্তর নাই। সাইয়েদ হাসানুল বান্না ও ফতেউল্লা গুলেন – উভয়েই একটা কফি হাউজ প্রতিষ্ঠার মাধ্যমে কাজ শুরু করেছিলেন। সাইয়েদ আবুল আ’লা মওদূদী শুরু করেছিলেন পত্রিকা প্রকাশের মাধ্যমে। এসবই আমরা জানি। তাহলে কেন করি না? কারণ, আমরা সব বিষয়ে কালেক্টিভ র্যাশনালিটি ও কালেকটিভ রেসপনসিবিলিটিতে বিশ্বাস করি। আমরা সব সময়, এমনকি স্বীয় ব্যক্তিগত দায়দায়িত্বের ক্ষেত্র ও বিষয়গুলোকেও ‘আমরা’ ও ‘আমাদের’ হিসাবে বিবেচনা করি। ফরযে কেফায়াটা দ্বিতীয় ক্যাটাগরির ফরজ হলেও রাজনীতিকে এড়িয়ে গিয়ে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তি ও সামাজিক-সহায়তামূলক কাজে সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করাটা এখন আমাদের উপর ফরযে আইন হয়ে গেছে।
সময় নাই, সময় নাই, বসে থাকার সময় নাই
ক্ষুদিত পাষাণের পাগলটি চিৎকার করছিলো– সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। দেখুন, সমকালীন বিশ্বে ইসলামের মতো আদর্শকে প্রতিষ্ঠার দাবি করাটা রবীন্দ্রনাথের বিখ্যাত এই গল্পের পাগলটার পাগলামির মতো নয় কি? আমাদের সকল কর্মতৎপরতার মাধ্যমে এই পাগলামি ভাবটা পরিলক্ষিত হতে হবে। বসে থাকার সময় নাই। আপনি যে সাংগঠনিক দায়িত্বেই নিয়োজিত থাকুন না কেন, কোনো না কোনো ক্ষেত্রে আপনার একান্ত কিছু কর্মক্ষেত্র, অবদান বা প্রচেষ্টা থাকা দরকার। আসুন, সবাই মিলে করি– এমনটা নয়; আপনি নিজেই কিছু একটা অবিলম্বে যতটুকু পারেন, শুরু করেন, এগিয়ে যান। অন্যান্যদের সহযোগিতা সময়ে এসে যাবে। অন্যদের সমযোগিতা ও সমর্থন না পেলেও কি বসে থাকার সুযোগ আছে?
ইকামতে দ্বীন কি খেদমতে দ্বীনে পর্যবসিত হয়েছে?
সঠিক ট্রেনে উঠে বসে থাকার মতো ইকামতে দ্বীনের ট্যাগ লাগানো সংগঠনে অন্তর্ভুক্ত থাকার অর্ধ-সঠিক, অন্য অর্থে ভুল থিসিস নিয়ে পড়ে থাকলে চলবে না। প্রত্যেকেই আমরা এক একটা ফাইটার প্লেন – এটি হতে পারে আপনার মতো যোগ্য লোকের কাজের সঠিক উদাহরণ। ইকামতে দ্বীন ও খেদমতে দ্বীনের পার্থক্য সংক্রান্ত প্রপজিশন বা থিসিসটাতে মৌলিক গলদ আছে। সেটি ভিন্ন নোটে আলোচনা করা যাবে। এখানে কমপক্ষে এতটুকু তো বলা যায়, আমাদের দেশের ইকামতে দ্বীনের স্বঘোষিত আন্দোলন এখন সিয়াসতে খেদমতে দ্বীনের পার্টিতে পর্যবসিত হয়েছে! ঐতিহ্য, আশ্রয় ও গাইড হিসাবে এক ধরনের প্যারেন্টাল স্ট্যাটাসে এটি থাকুক, এর সাথে আমাদের সম্পর্ক থাকুক ‘তায়া ওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া’র ভিত্তিতে। দৈনিক দু’ঘণ্টা কাজে দ্বীন কায়েম হবে না। তাই বলে কোনো কাজ না করে বসে থাকাও যাবে না। অনেক সংস্কারবাদীকে দেখি, যারা কাজ করছেন তাদের সমালোচনা করার বাইরে উনাদের আর কোনো কাজ নাই। নিজের যোগ্যতাকে ভুলে গিয়ে সংগঠনবাদিতায় আত্মনিয়োগ করা কিম্বা সমালোচনাটাকেই একমাত্র কাজ বানিয়ে নেয়া – দুটোই প্রান্তিকতা, বাড়াবাড়ি ও ভুল।
শেষ কথা
রাজনৈতিক আন্দোলন যা করেছে, সেটার অবদান অমূল্য। যারা সংশ্লিষ্ট তারা এটিতে পরিপূর্ণ কৌশল ও দক্ষতাসহ নিয়োজিত থাকুন। সবাই মিলে রাজনীতি কিম্বা রাজনীতির ফাঁকে ফাঁকে সংস্কৃতি, বুদ্ধিবৃত্তি ও সমাজসেবা করার দরকার নাই। এতে শেষ পর্যন্ত রাজনীতিই হয়, অন্যগুলো নিছক রাজনৈতিক প্রয়োজনে প্রাসঙ্গিক বিষয় হিসাবে ঝুলে থাকে। রাজনীতিমুক্ত নয়, চাই স্বতন্ত্র ধারায় মানবকল্যাণ ও সমাজ-সংশ্লিষ্ট সব ধারায় স্বতন্ত্র বৈশিষ্ট্যে ও সমগতিতে (homogeneous pace) কাজ চলুক।
বি. দ্র.– এক সময় সিএসসিএস-এর অধীনে ‘ফেয়ার ফিল্ম সোসাইটি’ নামে ইরানী এবং সব রকমেরই ফিল্ম ফেস্টিভ্যাল ইত্যাদি খুব করলেও কখনো কখনো এমনও ভেবেছি, আমিও আবার অশ্লীলতার প্রসার ঘটানোর জন্য ভূমিকা রাখছি না তো! এসব সাত-পাঁচ ভাবনা ও সহযোগিতাকারী ছাত্ররা চলে যাওয়ার কারণে মাঝখানে ক’বছর বেশ চুপচাপ ছিলাম। বর্তমানে দেশে অশ্লীলতার এতটাই প্রসার ঘটেছে যে, এই রোগের জীবাণুর পরিকল্পিত ও স্বল্পমাত্রার অনুপ্রবেশ ঘটিয়ে এর প্রাণঘাতি সংক্রমণকে ঠেকানোর কোনো বিকল্প এখন দেখছি না। ventilation prevents explosion– এই আপ্ত বাক্যটির সাথে দুটি ঘটনাকে এ ক্ষেত্রে এক্সকিউজ হিসাবে উল্লেখ করতে চাই। একটি শোনা কথা অপরটি কোরআন শরীফের কথা, ব্যাখ্যাটা আমার নিজের (ভুল হলে আল্লাহ মাফ করুন!) শুনেছি, দোযখ হতে কাউকে বের করে দুনিয়ার আগুনে ফেললে সে নাকি ‘আরামে’ ঘুমাবে!? আর হযরত লূত (আ.) উনার বাড়ি ঘেরাওকারীদেরকে বলেছিলেন, তোমরা এমন কাজ করো না। বরং আমার কন্যারা আছে!?