বড় বড় লোকেরা ছোট ছোট বিষয়ে বড় বড় ভুল করে।

রাশভারি সব কথা বা উচ্চমার্গের সব তত্ত্বের পরিবর্তে ছোট ছোট সাধারণ নৈতিক শিক্ষার ভিত্তিতে আমরা জীবনের বড় বড় সব সঠিক সিদ্ধান্ত নিতে পারি।

তাই,

‘সব বাতিল মত-পথ-তত্ত্বকে’ খণ্ডন করে সত্য প্রতিষ্ঠার চেষ্টা, ভুল। কী কী মিথ্যা, তা জানার পিছনে ছোটা হলো সংশয়বাদী প্রবণতা।

অন্ধকারের মাঝে আলোর মতো দীপ্ত সত্য নিজ গুণে প্রতিষ্ঠিত। আত্মসত্তা, জগত ও জীবনের অখণ্ড সত্যকে জানা ও বুঝতে পারার জন্য চারপাশের​ নৈমিত্তিক সাধারণ অভিজ্ঞতাগুলোই যথেষ্ট।

ফেসবুকে প্রদত্ত মন্তব্য

Mohammad Siddiq: বড় বড় তত্ত্বের গোড়া একই, ছোট উপসংহার।

গ্রাম্য অনেক প্রবাদ আছে যার গভীরতা ভাবলে আমি অবাক হয়ে যাই! কী দর্শনবোধ অল্প শিক্ষিত মানুষের মধ্যে লোকায়িত। এরাই আবহমান কালের শিকড়!

লেখাটির ফেসবুক লিংক

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *